বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের
বাগাতিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পেড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত খেলা
বুধবার বিকেল
৩ টায়
নাটোর-১
(লালপুর-বাগাতিপাড়া)
আসনের সংসদ
সদস্য এ্যাড.
আবুল কালাম
আজাদ প্রধান
অতিথি থেকে
উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনাল খেলায় সালাইনগর
সরকারী প্রাথমিক
বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৭-৮ গোলে
হারিয়ে করমদশি
সরকারী প্রাথমিক
বিদ্যালয় এবং
বঙ্গমাতা টুর্নামেন্টে
পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়
১-২
গোলে হারিয়ে
সান্ন্যাল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
বিজয়ী হয়।
পরে বিজয়ীদের
মাঝে পুরস্কার
তুলে দেওয়া
হয়। এ
উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী
কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে
বক্তব্য দেন
উপজেলা চেয়ারম্যান
হাফিজুর রহমান,
সহকারী কমিশনার
(ভূমি) ফারজানা
খানম, উপজেলা
আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন,
সাধারন সম্পাদক
সেকেন্দার রহমান, সহ-সভাপতি আঃ
হামিদ মিয়া,
উপজেলা শিক্ষা
কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম প্রমুখ।

Post a Comment