প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নলডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসে বন্ধুর স্ত্রীকে
অশালিন ভাষায়
কু-প্রস্তাব
দেওয়ায় সাদ্দাম
হোসেন (২৯)
নামে এক
যুবককে ৬
মাসের কারাদন্ড
দিয়েছে ভ্রাম্যমান
আদালত। বুধবার
সকালে এই
কারাদন্ডাদেশ দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী
অফিসার শারমিন
আক্তার জাহান।দন্ডপ্রাপ্ত
সাদ্দাম হোসেন
উপজেলার দিয়ারকাজীপুর
(ত্রিমোহনী) গ্রামের শুকুর আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান,
সাদ্দাম হোসেন
তার বন্ধু
একই উপজেলার
সেনভাগলক্ষ্মিকোল গ্রামের পলাশের
স্ত্রীকে মাঝে
মধ্যেই ফেসবুক
স্ট্যাটাসে খারাপ খারাপ মন্তব্য করে
ম্যাসেজ দিত।
কিন্তু পলাশের
স্ত্রী সংসারের
ঝামেলা এড়াতে
বিষয়গুলি গোপন
রাখতো। গতকাল
(১৬ আগষ্ট)
মঙ্গলবার ফের
সাদ্দাম হোসেন
ফেসবুক স্ট্যাটাসে
বন্ধু পলাশের
স্ত্রীকে অশালিন
ভাষায় কু-প্রস্তাব দেয়।
এই ঘটনায়
পলাশ ও
তার স্ত্রী
থানায় লিখিত
অভিযোগ দিলে
সাদ্দামকে গত রাতে গ্রেফতার করা
হয়। পরে
ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে
বিচারক তাকে
৬ মাসের
কারাদন্ড দিয়ে
জেল হাজতে
পাঠানোর নির্দেশ
দেন।

Post a Comment