প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নবাব সিরাজ-উদ-দৌলা
(এনএস) সরকারী
কলেজে ছাত্র
সংসদ নির্বাচনের
দাবিতে বিক্ষোভ
করেছে ছাত্রলীগসহ
সাধারণ শিক্ষার্থীরা
। বুধবার
দুপুর সাড়ে
১২টার দিকে
ছাত্রলীগের নেতা কর্মিসহ সাধারন শিক্ষার্থীরা
ক্লাস বর্জনসহ
শ্রেনী কক্ষ
থেকে বের
হয়ে সকল
বিভাগ তালা
ঝুলিয়ে দেয়।
পরে তারা
একটি বিক্ষোভ
মিছিল বের
করে। মিছিলটি
কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ
শেষে শহিদ
স্মৃতিস্তম্ভ চত্তরে সমাবেশ করে ।
সমাবেশে বক্তৃতা
করেন, ছাত্রলীগের
কলেজ শাখার
সভাপতি এসএম
শাহাদত হোসেন
রাজীব, সাধারন
সম্পাদক শাহারিয়ার
হোসেন রিপন,
যুগ্ম সম্পাদক
রায়হান সাকিব
স্বাগত, সাধারণ
শিক্ষার্থী সুমি খাতুন, মশিউর রহমান,
তুষার হোসেন
প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন
একযুগের অধিক
সময় ধরে
ছাত্র সংসদ
নির্বাচন হচ্ছে
না। তাই
তারা দ্রুত
সময়ের মধ্যে
কলেজে
ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

Post a Comment