প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নলডাঙ্গায় একটি মুদিখানা দোকানে অভিযান
চালিয়ে নিষিদ্ধ
পলিথিন বিক্রির
অভিযোগে আলমঙ্গীর
হোসেন (৩৫)
নামে এক
ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
করেছে ভ্রাম্যমান
আদালত।
বুধবার বিকেল তিনটার
সময় উপজেলার
বাসুদেবপুর বাজারে ভ্রাম্যমান আদালতের বিচারক
উপজেলা নির্বাহী
অফিসার শারমিন
আক্তার জাহান
এই জরিমানা
করেন। দন্ডপ্রাপ্ত
ব্যবসায়ী আলমঙ্গীর
হোসেন উপজেলার
বাসুদেবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের
পরিদর্শক রিজওয়ানুর
রহমান ও
নলডাঙ্গা থানার
উপ-পরিদর্শক
(এসআই) খাইরুজ্জামান
জানান, মুদি
ব্যবসায়ী আলমঙ্গীর
হোসেন দীর্ঘদিন
ধরে নিষিদ্ধ
পলিথিন ব্যাগ
বিক্রি করে
আসছিল। গোপন
সংবাদের ভিত্তিতে
আজ বিকেলে
ওই দোকানে
উপজেলা নির্বাহী
অফিসার শারমিন
আক্তার জাহানের
নেতৃত্বে পরিবেশ
অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এসময় প্রায়
৫০ হাজার
টাকা মূল্যের
নিষিদ্ধ পলিথিন
পাওয়া যায়।
পুলিশ এই
ঘটনায় নিষিদ্ধ
পলিথিন জব্দসহ
আলমঙ্গীর হোসেনকে
আটক করে।
পরে ভ্রাম্যমান
আদালতে সোপর্দ
করা হলে
বিচারক ৫০
হাজার জরিমানা
অনাদায়ে তিন
মাসের কারাদন্ড
প্রদান করেন।
পরে জব্দকৃত
পলিথিন ব্যাগগুলো
পড়িয়ে ধ্বংস
করা হয়।

Post a Comment