বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের
বাগাতিপাড়া উপজেলায় দয়ারামপুর ইউনিয়ন পরিষদের
উদ্যোগে জাতির
জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমানের ৪১
তম শাহাদাৎ
বার্ষিকী পালন।
এছাড়াও নবনির্বাচীত
চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা
প্রদান অনুষ্ঠিত
হয়। গত
মঙ্গল বার
বিকেলে ৪নং
দয়ারামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচীত
চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠুর সভাপতিত্বে
প্রধান অতিথি
হিসেবে বক্তব্য
রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম
আজাদ। অন্যান্যদের
মধ্যে বক্তব্য
রাখেন উপজেলা
আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন
,সাধারন সম্পাদক
সেকেন্দার রহমান,যুগ্মসাধারন সম্পাদক সুকুমার
মুখার্জী,আব্দুল
ওয়াহাব,দৈনিক
জনকন্ঠের ষ্টাফ
রিপোটার ও
সাপ্তাহিক বীজয় দিপ্ত পত্রিকার সম্পাদক
তৌহিদ আক্তার
পান্না প্রমূখ।
আলোচনা শেষে
দোয়া ও
তবারক বিতরন
করা হয়।

Post a Comment