প্রান্তজন রিপোর্ট: নাটোরে
পাওনা টাকা
নিয়ে বিরোধে
রনি (২৬)
নামে এক
যুবক প্রতিপক্ষের
হামলায় গুলিবিদ্ধ
হয়। রনিকে
নাটোর সদর
হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার
রাতে শহরের
বড়গাছা বউবাজার
এলাকায় এই
গুলিবর্ষনের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রনি
নাটোর পৌরসভার
৭,৮
ও ৯
নং ওয়ার্ডে
সংরক্ষিত মহিলা
ওয়ার্ড কাউন্সিলর
রীনা বেগম
রেবা এবং
ব্যবসায়ী মখলেছুর
রহমান মুকুলের
ছেলে। এঘটনায়
জড়িত থাকার
অভিযোগে আলাউদ্দিন
নামে একজনকে
পুলিশ আটক
করে।
পুলিশ ও এলাকাবাসী
সূত্রে জানা
যায়, শহরের
বড়গাছা বউবাজার
এলাকার রনি
তার প্রতিবেশী
করিম পেয়াদার
ছেলে শফিকুল
ইসলামকে ব্যবসায়ীক
পার্টনার হিসেবে সাড়ে ৯ হাজার
টাকা দেয়।
পরে ওই
টাকা শফিকুল ফেরত না দিলে
দু’জনার
মধ্যে বিরোধ
বাধে। এনিয়ে
রোববার দুই
পরিবারের মধ্যে
ঝগড়াসহ হাতাহাতির
ঘটনা ঘটে।
এসময় রনি
ও তার
পরিবারের লোকাজন
শফিকুলের পরিবারের
মহিলা সদস্যদের
লাঞ্ছিত করে।
এরজেরে সোমবার
সন্ধার দিকে
শফিকুল তার
৪/৫
জন সহযোগী
নিয়ে রনির
ওপর হামলা
চালায়। এসময়
রনি গুলি
বিদ্ধ হয়।
নাম প্রকাশ না
করার শর্তে
স্থানীয়রা জানায়, এলাকার চিহ্নিত মাদক
ব্যবসায়ী শফিকুলের
ব্যবসার পার্টনার
হিসেবে টাকা
দেয় রনি।
কিন্ত চোরাইপথে
আনা মাদক
আইন শৃংখলা
বাহিনীর হাতে
ধরা পড়ায়
লোকসান গুনতে
হয় তাদের।
কিন্তু রনি
তার দেওয়া
সাড়ে ৯
হাজার টাকা
ফেরত চওয়ায়
দু’জনার
মধ্যে বিরোধ
বাধে।
নাটোর থানার ওসি
মিজানুর রহমান
মিজান জানান,পাওনা টাকা
নিয়ে বিরোধের
জেরে এই
ঘটনা ঘটেছে।
একজনকে আটক
করা হয়েছে।

Post a Comment