প্রান্তজন রিপোর্ট: নাটোরের
সিংড়ায় সাবেক
ইউপি সদস্য
মোজাফ্ফর হোসেন
মোজা (৪০)
ও তার
ভাই হাসেম
আলীকে (৩৮)
কুপিয়ে হত্যা
করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলার দুর্গম
ডাহিয়া ইউনিয়নের
বড়গ্রামে এই
হত্যাকান্ডের ঘটনা ঘটে। এসময় নিহতের
অপর সহোদর
মহসীন আলী
গুরুতর জখম
হয়। হতাহতরা
বড়গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে।
শুক্রবার সকালে
প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ
ঘটনাস্থল তেকে
লাশ উদ্ধার
করে নাটোর
সদর হাসপাতাল
মর্গে প্রেরন
করে।
পুলিশ ও এলাকাবাসী
সুত্রে জানাযায়,
চলনবিল অধ্যুষিত
দুর্গম বড়গ্রামের
সাবেক ইউপি
সদস্য মোজাফ্ফর
হোসেন মোজার
সাথে আধিপত্য
নিয়ে বর্তমান
ইউপি সদস্য
ওয়ার্ড আওয়ালীগের
সাবেক সিনিয়র
সহ-সভাপতি
ইউনুস আলীর
বিরোধ চলে
আসছিল ।
বৃহস্পতিবার রাতে মোজাফ্ফর হোসেন মোজাকে
প্রতিবেশী আসমা নামে এক নারীকে
দিয়ে তার
বাড়িতে ডেকে
নেয়। সেখানে
তাকে কুপিয়ে
হত্যার পর মোজার নারী ঘঠিত অপকর্মের
সাথে জড়িত
থাকার কথা
বলে দুর্বৃত্তরা
মোজার দুই
সহোদর মহসিন
আলী ও
হাসেম আলীকে
ডেকে নেয়।
মহসীন ও
হাসেম আলী
ওই বাড়িতে
যাওয়া মাত্র
তাদের ওপর
চড়াও হয়
দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের
আঘাতে হাসেম আলীর একটি পা
ও মহসীনের
হাতের আঙ্গুল
কাটা পড়ে।
মহসীন পালিয়ে
যেতে সক্ষম
হলেও দুর্বৃত্তরা নিহত মোজাম ও
আহত হাসেমকে
ওই নারী
আসমার বাড়িতে
ফেলে রেখে
যায়। সকালে
স্থানীয়রা হাসেমকে উদ্ধার করে সিংড়া
হাসপাতালে নেওয়ার পথে সে মারা
যায়।
ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান
আবুল কালাম
জানান,নিহত
মোজাফর হোসেন
মোজাই ডাকাত
হিসেবে বেশী
পরিচিত।
বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীর
সাথে মোজাই
ডাকাত এর
সাথে পূর্ব
থেকে বিরোধ
চলে আসছিল।
বিরোধের জের
ধরেই এই
ঘটনা ঘটেছে
বলে তার
ধারনা।
সিংড়া থানার ওসি
নাসির উদ্দিন
মন্ডল দু’ভাইয়ের মৃত্যুর
বিষয়টি নিশ্চিত
করে জানান
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে থানায় অন্তত ১০
টি মামলা
রয়েছে। তবে
এই হত্যার
সাথে কারা
জড়িত তা
তদন্ত করে
দেখা হচ্ছে।

Post a Comment