প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নলডাঙ্গা উপজেলার
মাধনগর বালিকা
উচ্চ বিদ্যালয়ের
৭ম শ্রেণীর
ছাত্রীকে উত্যেক্ত
করার অভিযোগে
খালেক রাব্বানী লিমন
(২০) নামে
এক বখাটে
যুবককে ৬
মাসের কারাদন্ড
দিয়েছে ভ্রাম্যমাণ
আদালত। মঙ্গলবার
সকাল ১০টার
দিকে ভ্রাম্যমান
আদালতের বিচারক
নলডাঙ্গা উপজেলা
নির্বাহী অফিসার
শারমিন আক্তার
জাহান এই
রায় দেন।
খালেক রাব্বানী লিমন উপজেলার পুর্ব
মাধনগর গ্রামের
আব্দুর রাজ্জাকের
ছেলে এবং
ওই স্কুল
ছাত্রী ভট্রপাড়া
গ্রামের জাকির
হোসেনের মেয়ে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এই
তথ্য নিশ্চিত
করে জানান,
খালেক রাব্বানী
লিমনসহ কয়েক
যুবক মিলে
প্রায়ই পথে
ঘাটে মাধনগর
বালিকা উচ্চ
বিদ্যালয়ের ওই ছাত্রীসহ অন্যান্যদের উত্যেক্ত
করতো। এই
ঘটনায় ওই
ছাত্রীর বাবা
জাকির হোসেন
থানায় অভিযোগ
করলে ঘটনাস্থল
ও বিদ্যালয়ে
গিয়ে সরজমিনে
গিয়ে এর
সত্যতা পাওয়া
যায়। পরে
আজ ভোর
রাতে লিমনকে
আটক করার
পর সকাল
১০টার দিকে
ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক শুনানী শেষে
তাকে ৬
মাসের কারাদন্ডাদেশ
দিয়ে জেল
হাজতে পাঠানোর
নির্দেশ দেন।

Post a Comment