প্রান্তজন রিপোর্ট: নাশকতাসহ
একাধিক মামলায়
নাটোর জেলা
জামায়াতের সাবেক আমীর অধ্যাপক ইউনুস
আলীকে আটক
করেছে পুলিশ।
সোমবার সকালে
শহরের হরিশপুর
এলাকা থেকে
সদর থানার
পুলিশ তাকে
আটক করে।
পুলিশ ও এলাকাবাসী
সুওত্র জানাযায়,
জামায়াতের সাবেক আমির ও কলেজ
শিক্ষক অধ্যাপক
ইউনুস আলী
সোমবার সকালে
হরিশপুরের বাসা থেকে বাজারে যাচ্ছিলেন।
পথে সদর
থানা পুলিশ
বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে
আটক করে।
নাটোর সদর থানার
ওসি মিজানুর
রহমান জানান,
তাকে শহর
থেকে আটক
করা হয়েছে।
তার বিরুদ্ধে
নাশকতাসহ একাধিক
মামলা রয়েছে।

Post a Comment