গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের
গুরুদাসপুরে গুমাণী নদীতে গোসল করতে
গিয়ে নবেল
(১৮) নামে
এক কলেজ
ছাত্র নিখোঁজ
হয়েছে।
গতকাল সোমবার দুপুরে গুরুদাসপুর পৌর
শহরের চাঁচকৈড়
গাড়িষাপাড়া এলাকায় বড়ব্রীজঘাটের গুমাণী নদীতে
দলবেঁধে গোসল
করতে গিয়ে
নবেল নিখোঁজ
হয়। সন্ধ্যা
পর্যন্ত তার
মরদেহ উদ্ধার
করা যায়নি।
নবেল গুরুদাসপুর
বিলচলন শহীদ
সামজ্জোহা সরকারি কলেজের ব্যবসায়
বাণিজ্য বিভাগের
উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড়
বাজারে
নবেলের বাড়ি। তার বাবার নাম
আনোয়ার হোসেন।
তিনিও উপজেলার
খুবজীপুর মোজাম্মেল
হক ডিগ্রী
কলেজের সহকারি
অধ্যাপক। মা
নাজমা বেগম
গৃহিণী। তার
বড়ভাইয়ের নাম
আশরার আহম্মেদ
নাহিদ। তিনি
ইংরেজি সাহিত্যে
অনার্স-মাষ্টার্স
করা।
পরিবার ও স্থানীয়সুত্রে
জানাগেছে, গতকাল দুপুরে নবেল তার
কলেজের সহপাঠী
মুন্না,নাজমুল
ও মারজানের
সাথে নদীতে
গোসল করতে
যায়। সহপাঠীদের
সাথে নদীতে
সাঁতার দেওয়াসহ
ব্রীজের ওপর
থেকে নদীতে
লম্প-ঝম্প
(লাফ) দিতে
থাকে। এক
পর্যায়ে নবেল
লাফ দেওয়ার
পর নদীতে
নিখোঁজ হয়।
সহপাঠীরা সাধ্যমত
চেষ্টা করে
ব্যর্থ হয়।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসে
যোগাযোগ করা
হলে ফায়ারম্যান
মাইদুল ইসলাম
জানান, তাঁদের
কাছে ডুবুরী
দল কিংবা
প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নেই। তাঁরা
রাজশাহী ডুবুরী
দলকে জানিয়েছেন।
তাঁরা এলেই
প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

Post a Comment