Halloween Costume ideas 2015

নাশকতা মামলায় সিংড়ার সাবেক মেয়র বিএনপি নেতা শামিম কারাগারে


প্রান্তজন রিপোর্ট: নাশকতা মামলায় নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র শামিম আল রাজিকে কারাগারে  প্রেরন করে আদালত। রোববার দুপুরে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে উপস্থিত হয়ে ২০১৫ সালের একটি নাশকতা মামলায় জামিনের আবেদন জানালে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শামিম আল রাজি সিংড়া পৌরসভার জয়নগর এলাকার ডাঃ মাহাতাব উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারী মাসে সরকার বিরোধী আন্দোলনে হরতাল চলাকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় একটি পরিবহনে হামলা, ভাংচুর পুলিশকে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় সিংড়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদান,মারপিট নাশকতার অভিযোগে থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। এছাড়া যানবাহনে হামলা ভাংচুরের অভিযোগ এনে পরিবহন মালিক রায়হান আলী বাদী হয়ে সিংড়া থানায় ২৮ জনকে আসামী করে আরো একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সম্প্রতি আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি শামিম আল রাজির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আদালতে চার্জশীট দাখিল করায় শামিম আল রাজি রোববার হাজির হয়ে জামিন আবেদন করেন। 
নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, এই দুইটি মামলায় সাবেক মেয়র শামিম আল রাজির নাম রয়েছে। পুলিশ তদন্ত শেষে আদালতে তার নামে চার্জশিট দিয়েছেন।  মামলাটি আদালতে চলমান আছে। এই মামলায় তিনি  আজ রোববার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে সিংড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, মেয়র শামিম আল রাজিকে দুটি মামলায়ই রাজনৈতিক ভাবে আসামী করা হয়েছে। কারণ তিনি ঘটনার দিন সিংড়ার বাহিরে অবস্থান করছিলেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।   

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget