প্রান্তজন রিপোর্ট: দেশব্যাপী
“সেরা সাঁতারুর
খোঁজে বাংলাদেশ” প্রতিযোগিতায়
নাটোর থেকে
ইয়েস কার্ড
পেয়েছে আট
জন। রোববার
৩৬ তম
ভেন্যু নাটোরে
এই বাছাই
প্রতিযোগীতার আয়োজন করা হয়। বাংলাদেশ
সুইমিং ফেডারেশন
ও নৌ
বাহিনীর যৌথ
উদ্যোগে নাটোরের
শংকর গোবিন্দ
চৌধুরী স্টেডিয়াম
সংলগ্ন লেকে
অনুষ্ঠিত শতাধিক
প্রতিযোগীর অংশগ্রহণে বাছাই পর্ব থেকে
বয়স ভিত্তিক
বিজয়ী ৮
জনকে
ইয়েস কার্ড প্রদান করা হয়।
১১ থেকে
১২ বছর
বয়সী বালকদের
সাঁতার প্রতিযোগিতায়
ইয়েস কার্ড
পেয়েছে জুলহাস,
নাফিস ও
ওমর ফারুক,
১৩ থেকে
১৪ বছর
বয়সী বালকদের
গ্রুপে ইয়েস
কার্ড পেয়েছে
জোবায়ের, ১৫
থেকে ১৭
বছর বয়সী
বালকদের গ্রুপে
সাহেদ ও
জিহান, ১৮
তদুর্ধ্ব বয়সী
গ্রুপে ইয়েস
কার্ড পায়
কানিজ ও
হৃদয়।
রোববার সকালে জেলা
প্রশাসক ও
নাটোর জেলা
ক্রীড়া সংস্থার
সভাপতি খলিলুর
রহমান প্রতিযোগিতার
আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের
মধ্যে বক্তব্য
রাখেন বাংলাদেশ
নৌবাহিনীর কমান্ডার এস.এম. মাহমুদুর
রহমান, লেঃ
কমান্ডার এম.
নাইমুল হক,
লেঃ কমান্ডার
এম. নাহিদ
হাসান, জেলা
ক্রীড়া সংস্থার
সহ-সভাপতি
পিপি এ্যাডঃ
সিরাজুল ইসলাম
ও সৈয়দ
মোর্ত্তুজা আলী বাবলু,জেলা ক্রীড়া
সংস্থার সৈয়দ
মোস্তাক আলী
মুকুল প্রমুখ।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে মেডেল,
সার্টিফিকেট ও প্রাইজ মানি তুলে
দেন নাটোর
সদর আসনের
সংসদ সদস্য
ও জেলা
আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক
শফিকুল ইসলাম
শিমুল।

Post a Comment