বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আশিকুর রহমান
আশিক (১৪)
নামের এক
স্কুল ছাত্র
চার দিন
ধরে নিখোঁজ
রয়েছে। আশিক
বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের অষ্টম
শ্রেণীর ছাত্র
ও উপজেলার
গালিমপুর দেলিপাড়া
গ্রামের শাহীনুর
রহমানের ছেলে।এব্যাপারে
ছাত্রের পিতা
মডেল থানায়
একটি সাধার
ডায়েরি করেছে।
নিখোঁজ ছাত্রের
পরিবার ও
থানা সূত্রে
জানা যায়
গত বৃহস্পতিবার
সকাল সাড়ে
নয়টার দিকে
নিজবাড়ি থেকে
পরিবারের অজান্তে
প্রতিবেশি বন্ধুদের সাথে ঘুরতে বের
হয় আশিক।
সন্ধায় বন্ধুরা
বাড়ি ফিরলেও
আশিক বাড়িতে
নাফেরায় অনেক
খোজাখুজি করে
তার পরিবার।
নিকট আত্মিয়
স্বজনদের বাড়ি
যোগাযোগ করে
না পাওয়াই
গত শনিবার
আশিকের পিতা
মডেল থানায়
একটি সাধারন
ডায়েরি করে
যার নম্বর-৪৬২। মডেল
থানার অফিসার
ইনচানর্জ আমিনুর
রহমান ঘটোনার
সত্যতা সিকার
করে তিনি
বলেন নিখোঁজ
ছাত্রের তথ্য
সকল থানার
কন্ট্রোল রুমে
জানানো হয়েছে।
নিখোঁজ ছাত্রের
সন্ধান পেলে
থানার ০১৭৭৪-৭৬৭২৭৩ এই
নমম্বরে যোগাযোগের
জন্য বিশেষভাবে
বলা হয়।

Post a Comment