বাগাতিপাড়া প্রতিনিধি: কেন্দ্রিয়
কর্মসুচীর অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া
উপজেলা ওয়ার্কার্স
পার্টির উদ্দ্যোগে
সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী
বিক্ষোভ ও
প্রতিবাদ সভা
গত কাল
শনিবার বিকেলে
উপজেলার মালঞ্চি
বাজারে অনুষ্ঠিত
হয়। বিক্ষোভ
মিছিলটি উপজেলার
বিভিন্ন গুরুত্বপুর্ন
সড়ক প্রদক্ষিন
শেষে মালঞ্চি
বাজারে এসে
শেষ হয়।
বিক্ষোভ মিছিল
শেষে উপজেলা
ওয়ার্কার্স পার্টির সম্পাদক আব্দুল করিমের
সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন
কমরেড মশিউর
রহমান মানিক,আব্দুল আলীম,জেলা ছাত্র মৈত্রীর
আহব্বায়ক তোসাদ্দেক
সরকার তিতাস
প্রমূখ।

Post a Comment