প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নলডাঙ্গা উপজেলার
মোমিনপুর উচ্চ
বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে যৌন
নির্যাতনের চেষ্টার অভিযোগে জমসেদ আলী
(৪০) নামে
এক অফিস
সহকারীর অপসারণ
দাবী করেছে
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সোমবার
দুপুর ১২টার
দিকে শিক্ষার্থীরা
স্কুল থেকে
বের হয়ে
একটি বিক্ষোভ
মিছিল বের
করে। মিছিলটি
মোমিনপুর বাজার
প্রদক্ষিণ শেষে তারা সেখানেই অবস্থান
নিয়ে বিক্ষোভ
করতে থাকে।
এক পর্যায়ে ওই
বিক্ষোভ মিছিলে
এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকরা যোগ
দেন এবং
নাটোর-মোল¬াপাড়া সড়কে
অবস্থান নিয়ে
ট্রায়ারে আগুন
জ্বালিয়ে সড়ক
অবরোধ করে
রেখে ওই
অফিস সহকারীর
অপসারণ ও
গ্রেফতার পুর্বক
শাস্তির দাবী
জানান।
খবর পেয়ে উপজেলা
নির্বাহী অফিসার
শারমিন আক্তার
জাহান, ওসি
মোস্তফা কামাল
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার
চেষ্টা করেন।
পরে অভিযুক্ত
শিক্ষকের বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণের
আশ্বাস দিলে
তারা অবরোধ
তুলে নেন
এবং পরিস্থিতি
শান্ত হয়।
অভিযুক্ত জমসেদ
আলী রাজশাহীর
পুঠিয়া উপজেলার
ভরতমাড়িয়া গ্রামের ময়েন উদ্দিন মেম্বরের
ছেলে এবং
ওই ছাত্রী
গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর
হোসেন জানান,
অফিস সহকারী
জমসেদ আলীর
বিরুদ্ধে এই
ঘটনা ছাড়াও ইতিপুর্বে
শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ একাধিক
বার যৌন
হয়রানীর অভিযোগ
ওঠেছে। তাই
এই ধরনের
লম্পট ও
দুশ্চরিত্রের কর্মচারীকে স্কুলে রাখা নিরাপদ
নয়। তাকে
স্কুল থেকে
অপসারণ করা
দরকার।
মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
তরুণ শেখর
সরকার (নিহার)
জানান, ইতিপুর্বে
তার বিরুদ্ধে
একটি অভিযোগ
শুনেছেন কিন্তু
হাতে নাতে
কোন প্রমান
না পাওয়ায়
কোন ব্যবস্থা
নেওয়া যায়নি।
তবে তাকে
বেশ কয়েকবার
সর্তক করা
হয়েছে। তিনি
বলেন, জমসেদ
ও ওই
ছাত্রী দুই
জনই সীমান্তবর্তী
পুঠিয়া উপজেলার
বাসিন্দা। পারিবারিক ভাবে সর্ম্পকের কারনে
যাতায়াত ছিল।
এটা স্থানীয়
লোকজন ভালো
চোখে দেখতো
না। একটি
পক্ষ এটাকে
পুঁজি করে
তাদের স্বার্থ
হাসিলের চেষ্টা
করেছে।
অভিযুক্ত অফিস সহকারী
জমসেদ আলী
এই অভিযোগকে
ভিত্তিহীন দাবী করে জানান, এটা
সম্পূর্ণ ষড়যন্ত্র।
তার বিরুদ্ধে
আনীত অভিযোগ
সঠিক নয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী
অফিসার শারমিন
আক্তার জাহান
জানান, পরিস্থিতি
শান্ত করার
পর শিক্ষার্থীদের
ক্লাশ করতে
বলা হয়েছে।
ঘটনার সত্যতা
যাচাইয়ে স্থানীয়
গণ্যমান ব্যাক্তিবর্গ,
শিক্ষক ও
ম্যানেজিং কমিটির লোকজনের উপস্থিতিতে ওই
ছাত্রীসহ তার
পরিবারকে ডাকা
হয়। সেখানে
জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী এই অভিযোগকে
ভিত্তিহীন বলে দাবী করে উল্টো
আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী
জানিয়েছেন।

Post a Comment