প্রান্তজন রিপোর্ট: নাটোরের
লালপুরে বন্যায়
ক্ষতিগ্রস্ত এক হাজার ৮৯০ জন
পরিবারের মাঝে
ত্রাণ সামগ্রী
বিতরণ করা
হয়েছে। সোমবার
লালপুর উপজেলার
বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চর
এলাকা ও
লালপুর ইউনিয়নের
বন্যা কবলিত
এলাকার দুর্গতদের
মাঝে ত্রাণ
সামগ্রী বিতরন
করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সংসদ সদস্য
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও
জেলা প্রশাসক
খলিলুর রহমান।
এসময় উপস্থিত
ছিলেন লালপুর
উপজেলা নির্বাহী
অফিসার নজরুল
ইসলাম, উপজেলা
আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু,
সাধারন সম্পাদক
ইসাহাক আলী,
বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর
সিদ্দিক পলাশ,
লালপুর ইউপি
চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
লালপুর উপজেলা নির্বাহী
অফিসার নজরুল
ইসলাম জানান,
বন্যায় আক্রান্ত
দুই ইউনিয়নের
১ হাজার
৮৯০ জন
মানুষকে ১০
কেজি করে
চাল, শুকনো
খাবার, সয়াবিন
তেল ও
বিশুদ্ধ পানির
বোতল বিতরন
করা হয়।
ক্ষতিগ্রস্তদের তালিকা দীর্ঘ, তাই পর্যায়ক্রমে
তাদের এই
ত্রাণ সামগ্রী
বিতরন করা
হবে। তিনি
জানান, ত্রাণ
সামগ্রী বিতরন
শেষে সংসদ
সদস্য, জেলা
প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলেই ক্ষতিগ্রস্থ এলাকা
পরিদর্শন করেছেন।
তবে ইতিমধ্যে
বন্যার পানি
কমতে শুরু
করেছে। বন্যা
নিয়ে আর
কোন শঙ্কার
কারণ নেই
বলে তিনি
জানান।
উল্ল্যে, ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার কারণে দেশের অন্যান্য স্থানের মত নাটোরের লালপুর উপজেলায় পদ্মার চরাঞ্চলসহ অন্তত ১৩টি গ্রাম প্লাবিত হয়। এতে ওই এলাকার প্রায় ৭ হাজার পরিবার ক্ষতির সন্মুখীন হয়। বন্যার পানিতে এসব গ্রামসহ পদ্মা চরের কয়েক হাজার বিঘা জমির আখ, ধৈঞ্চা, শীতকালীন সবজি, কচু, হলুদ, পেয়ারা, কুলবরই, চালকুমড়া ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

Post a Comment