বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের
বাগাতিপাড়া উপজেলায় গতকাল সকালে কিবরিয়া(৩২) নামের
এক যুবক
বিষপনে আত্মহত্যা
করেছে।
কিবরিয়া উপজেলার চকগোয়াস গ্রামের আব্দুস
সাত্তারের ছেলে। স্থানীয় সূত্রে জানা
যায় পারিবারিক
কলোহের জের
ধরে নিজ
ঘরে গতকাল
সকালে বিষপান
করে। কিবরিয়া
বিষপান করে
অসুস্থ হলে
তার স্ত্রী
নিকটস্থ বাগাতিপাড়া
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে সকাল সাড়ে সাতটার দিকে
ভর্তি করে।
যুবকের শারিরীক অবস্থার
অবনতি হওয়ায়
কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য
নাটোর সদর
হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। নাটোর
সদর হাসপাতালে
যাওয়ার পথেই
যুবকের মৃত্যু
হয়। উল্লেখ্য
গত শনিবার
সুজন নামের
আরেক যুবক
সন্ধ্যায় বিষপানে
অসুস্থ হয়ে
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক
উন্নত চিকিৎসার
জন্য নাটোর
সদর হাসপাতালে
প্রেরণ করে।
নাটোর সদর
হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার
দুপুরে তার
মৃত্যু হয়
। নিহত
যুবক উপজেলার
বেগুনিয়া গ্রামের
ওমর আলীর
ছেলে।

Post a Comment