স্টাফ রিপোর্টার: নাটোরের
বড়াইগ্রামে পরীক্ষা খারাপ হওয়ায় শিলা
খাতুন ময়না
(২২) নামে
এক কলেজ
ছাত্রী গলায়
ওড়না দিয়ে
ফাঁস লাগিয়ে
আতœহত্যা
করেছে। রবিবার
রাতে উপজেলার
ধামানিয়া পাড়া
গ্রামে এ
ঘটনা ঘটে।
নিহত ময়না
ধামানিয়াপাড়া গ্রামের আব্দুর রহিম ছানুর
মেয়ে। সে
বড়াইগ্রাম কলেজ থেকে চলতি বছর
ডিগ্রী ফাইনাল
পরীক্ষা দিয়েছে।
নিহতের পরিবার
সুত্রে জানা
যায়, ময়না
গত এপ্রিল
মাসে অনুষ্ঠিত
ডিগ্রী ৩য়
বর্ষের ফাইনাল
পরীক্ষায় অংশ
নেয়। কিন্তু
ইংরেজি পরীক্ষা
খারাপ হওয়ায়
ফেল করার
আশঙ্কায় পরীক্ষার
পর থেকেই
ময়না দুশ্চিন্তাগ্রস্থ
থাকতো। রবিবার
রাত ৯
টার দিকে
সে নিজ
শোবার ঘরের
ডাবের (আড়া)
সাথে ওড়না
বেঁধে গলায়
ফাঁস লাগায়।
এ সময়
পরিবারের সদস্যরা
বুঝতে পেরে
দরজা ভেঙ্গে
তাকে উদ্ধার
করে দ্রুত
বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখানে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। এ
ব্যাপারে বড়াইগ্রাম
থানার এসআই
তহসেনুজ্জামান জানান, এ ব্যাপারে থানায়
একটি অপমৃত্যু
মামলা দায়ের
করা হয়েছে।
সোমবার সকালে
নিহতের লাশ
পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment