বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজলায় এক স্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ধর্ষকের পরিবারের তিন সদস্যদের ওপর চড়াও হয়ে মারধোর করে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল বিকেলে বাগাতিপাড়া উপজেলার মুরাদপুর-পাঁচুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও পাঁচুরিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় ওই গ্রামের আবু রায়হানের বখাটে ছেলে সজীব তার ভাবী ডেইজীর সহায়তায় তাদের বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে ঘটনাটি জানজানি হলে এলাকাবাসী সহ পরিবারের লোকজন ধর্ষক সজীবের নিকট আত্মীয়দের ওপর চড়াও হয়ে মারধোর করে। পরে এঘটনায় ওই ছাত্রীর বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় ধর্ষক সজীব সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করেন। স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা সহ থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান।

Post a Comment