স্টাফ রিপোর্টার: নাটোরের
লালপুর শিবদূর্গা
মন্দিরে নিজগুনে
আর্বিভ’ত
শিব শিলায়
গঙ্গাঁজল অর্পন
ও ধর্ম
সভা অনুষ্ঠিত
হয়েছে। সোমবার
দুপুরে ভাটপাড়া
শিব শিলায়
পবিত্র গঙ্গাঁজল
অর্পন কমিটি
ও গ্রামবাসির
পক্ষ থেকে
এই অনুষ্ঠানের আয়োজন
করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সংসদ সদস্য
এ্যাড. আবুল
কালাম আজাদ।
এসময় বিশেষ
অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন
লালপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা
নজরুল ইসলাম,
লালপুর উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,
সাধারণ সম্পাদক
ইসাহাক আলী,
লালপুর উপজেলা
সহকারী কমিশনার
(ভূমি) শফিকুর
আলম, লালপুর
থানার অফিসার
ইনচার্জ (ওসি)
আবু ওবায়েদ
,ঈশ্বরদী ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত
চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর
উপজেলা পূজা
উদযাপন পরিষদের
সভাপতি শ্রী
স্বপন কুমার
ভদ্র, ঈশ্বরদী
ইউনিয় আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক
সেলম রেজা
প্রমুখ। অন্যান্যের
মধ্যে উপস্থিত
ছিলেন লালপুর
উপজেলা আওয়ামীলীগের
নেতা ফিরোজ
আল হক
ভূইয়া, ভাটপাড়া
শিব সংঘের
সভাপতি শ্রী
জগন্নাথ চন্দ্র
সূত্রধর, সাধারণ
সম্পাদক শ্রী
পিযুষ কুমার
আঁশ পিংকু,
সহ-সম্পাদক
শ্রী কল্যাণ
ময়,
শ্রী প্রভাস চন্দ্র আঁশ, শ্রী
কার্তিক চদ্র
প্রামানিক সহ দেশে বিভিন্ন জায়গা
থেকে আশা
হাজার হাজার
ভক্ত বৃন্দ
উপস্থিত ছিলেন
। অনুষ্ঠানটি
সার্বিক ব্যবস্থাপনায়
ছিলেন প্রকৌশলী
শ্রী পংকোজ
কুমার আঁশ
।

Post a Comment