প্রান্তজন রিপোর্ট: নাটোরে
অভিনব কৌশল
অবলম্বন করে
বিএনপি নেতার
মেয়ের অলংকার
ছিনিয়ে নিয়ে
চম্পট দেয়
দুই দুর্বৃত্ত।
মঙ্গলবার দুপুরে
শহরের আলাইপুরস্থ
সরকারী বালিকা
উচ্চ বিদ্যালয়ের
সামনে প্রকাশ্যে
এই ছিনতাইয়ের
ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়,
মঙ্গলবার দুপুর
১ টার
দিকে শহরের
আলাইপুর এলাকার
বাসিন্দা জেলা
বিএনপির সাধারন
সম্পাদক আমিনুল
হকের মেয়ে
রুমা হক
স্কুল পরীক্ষার
জন্য তার
মেয়েকে নিয়ে
সরকারী বালিকা
উচ্চ বিদ্যালয়ে
যান। মেয়েকে
স্কুল চত্বরে
ঢুকিয়ে দিয়ে
তিনি স্কুলের
প্রধান গেইটের
বাহিরে দাঁড়িয়ে
মেয়ের ক্লাসে
যাওয়া দেখছিলেন।
এসময় দুই
যুবক একটি
প্রাইভেট কার
থেকে নেমে
রুমার কাছাকাছি
গিয়ে সবাইকে
সরে যেতে
বলে চিৎকার
করে বলতে
থাকে এখন
আমরা বোমা
ফাটাবো। ওই
সময় ওই
দুই যুবকের
একজন রুমার
হাত ধরে
টেনে নিয়ে
স্কুলের সামনের
রাস্তার অপর
প্রান্তে নিয়ে
যায় এবং
তার গলা
থেকে সাড়ে
তিন ভড়ি
ওজনের স্বর্নের
মালা ও
এক ভড়ি
ওজনের হাতের
বালা খুলে
নিয়ে প্রাইভেট
কারে ওঠে
সটকে পড়ে।
রুমার চিৎকার
শুনে অন্যরা
এগিয়ে আসার
আগেই ওই
দুই যুবক
প্রাইভেট কার
নিয়ে চস্পট
দেয়।
আনোয়ারুল নামে প্রত্যক্ষদর্শি
এক অভিবাবক
জানান, বোমা
ফাটানোর কথা
শুনে তারা
যেদিকে পেরেছেন
নিরাপদ স্থানে
যাওয়ার জন্য
ছোটাছুটি করেছেন।
এসময় দুর্বৃত্তরা
এক মহিলার
শরীর থেকে
স্বর্নালংকার ছিনিয়ে নেয়। তারা কিছু
বুঝে ওঠার
আগেই দুর্বৃত্তরা
তাদের বহনকারী
একটি প্রাইভেট
কারে করে
পালিয়ে যায়।
ওই সময়
প্রাইভেট কারের
নম্বর তারা
খেয়াল করেননি।
জেলা বিএনপির সাধারন
সম্পাদক আমিনুল
হক ঘটনার
সত্যতা স্বীকার
করে জানান,
দুর্বৃত্তা প্রকাশ্যই তার মেয়ের প্রায়
সাড়ে ৪
ভড়ি ওজনের গলার হার ও
হাতের বালা
ছিনিয়ে নিয়েছে।
নাটোর সদর থানার
ওসি মিজানুর
রহমান মিজান
জানান,খবরটি
জানার পর
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি
খতিয়ে দেখা
হচ্ছে।

Post a Comment