স্টাফ রিপোর্টার: নাটোরের
বড়াইগ্রাম উপজেলার ইসলামপুর গুনাইহাটি সিনিয়র
মাদরাসার ইংরেজি
শিক্ষক আওয়ামীলীগ
নেতা আলমগীর
হোসেনের বিরুদ্ধে
এক ছাত্রীকে
শ্লীলতাহানী করার অভিযোগে উঠেছে। সোমবার
সকালে অভিযুক্ত
শিক্ষকের অপসারণের
দাবীতে অভিভাবক
ও শিক্ষার্থীরা
মাদরাসার প্রধান
ফটক তালাবদ্ধ
করে মানববন্ধন
ও বিক্ষোভ
মিছিল করেছেন।
মানববন্ধনকালে বনপাড়া পৌর
আ’লীগের
যুগ্ম সম্পাদক
মিজানুর রহমান,
সমাজসেবক তফিজুল
ইসলাম পারুল
ও আব্দুস
কুদ্দুস মজুমদার,
ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম
মুন্সী ও
পৌর ছাত্রলীগের
সাংগঠণিক সম্পাদক
মাসুম আহমেদ
বক্তব্য রাখেন।
এ সময়
বিক্ষুব্ধ অভিভাবকেরা দীর্ঘ সময় ধরে
রাস্তা অবরোধ
করে বিক্ষোভ
মিছিল করেন।
পরে উপজেলা
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক আব্দুল হাকিম
ঘটনাস্থলে এসে ম্যানেজিং কমিটির সহায়তায়
দোষী ব্যাক্তির
বিরুদ্ধে যথাযথ
ব্যবস্থা নেয়ার
আশ^াস
দিলে অভিভাবকেরা
শান্ত হন
এবং অবরোধ
তুলে নিয়ে
মাদরাসার তালা
খুলে দেন।
এ সময় বক্তারা
বলেন, গত
১৬ জুলাই
পড়া না
করে আসার
অজুহাতে শিক্ষক
আলমগীর হোসেন
একজন ছাত্রীর
শরীরের বিভিন্ন
স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে
প্রতিবাদ করায়
ঐ শিক্ষকের
বেধড়ক মারপিটে
সে শ্রেণীকক্ষেই
অজ্ঞান হয়ে
পড়ে। পরে
তাকে উদ্ধার
করে স্থানীয়
ক্লিনিকে ভর্তি
করা হয়।
এ ব্যাপারে জানতে
চাইলে অভিযুক্ত
শিক্ষক আলমগীর
হোসেন তার
বিরুদ্ধে আনীত
অভিযোগ অস্বীকার
করেন। ম্যানেজিং
কমিটির সভাপতি
রেজাউল করিম
মুন্সী বলেন,
এ বিষয়ে
লিখিত অভিযোগ
পেয়েছি। ম্যানেজিং
কমিটির জরুরী
মিটিং ডাকা
হয়েছে। মিটিংয়ে
আলোচনা শেষে
তার ব্যাপারে
উপযুক্ত ব্যবস্থা
নেয়া হবে।
উল্লেখ্য, ইতোঃপূর্বেও তার
বিরুদ্ধে একাধিক
ছাত্রীর সঙ্গে
অনৈতিক আচরণের
অভিযোগে তাকে
সাময়িক বহিষ্কার
করা হয়েছিল।

Post a Comment