প্রান্তজন রিপোর্ট: গতকাল
সোমবার দেশের
বিরাজমান রাজনৈতিক
অবস্থা এবং
সারাদেশে জঙ্গি
হামলা ও
দেশের উন্নয়ন
বাধাগ্রস্ত করার অপচেষ্টা রোধে কেন্দ্রীয়
কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী
যুবলীগ এর
উদ্যোগে নাটোর
জেলা যুবলীগের
অস্থায়ী কার্যালয়ে
এক বিশেষ
বর্ধিত সভা
অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত
সভায় প্রধান
অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামী
যুবলীগ কেন্দ্রীয়
কমিটির সাংগঠনিক
সম্পাদক রাজশাহী
বিভাগের দায়িত্বপ্রাপ্ত
নেতা আবু
আহমেদ মো:
নাসিম পাভেল।
বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত
ছিলেন কেন্দ্রীয়
কমিটির সহ
সম্পাদক
সৈকত জোয়ার্দার, নূর মোহাম্মদ। সভায়
সভাপতিত্ব করেন নাটোর জেলা যুবলীগের
ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান
চৌধুরী ও
সভা পরিচালনা
করেন জেলা
যুবলীগের ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক
মো: রুহুল
আমিন বিপ্লব।

Post a Comment