প্রান্তজন রিপোর্ট: নাটোর
শহরের ব্যস্ততম
এলাকা কানাইখালি
মাঠের সামনের
রাস্তায় মঙ্গলবার
রাতে আঃ
কুদ্দুস নামক
এক লম্পটকে
প্রকাশ্যে জুতাপটো করেছেন এক মহিলা।
আঃ কুদ্দুসের ৫২
বাড়ি শহরের
উত্তর চৌকিরপাড়ের
কালুর মোড়ে।
পেশা হাটে
হাটে সেকেন্ড
হ্যান্ড কাপড়
বিক্রি করা।
সেইসঙ্গে জমি
কেনাবেচার ছুটছাট দালালিও করে থাকে।
সেই সূত্র
ধরেই উক্ত
মহিলার বসতবাড়ির
জমি কেনার
জন্য তার
সাথে
মোবাইলে সময়-অসময়ে ফোন করতে
থাকে কুদ্দুস।।
ইনিয়ে-বিনিয়ে
ঘনিষ্টতার প্রস্তাব দিলে এ মহিলা
তাকে কড়াভাষায়
নিষেধ করলে
ও
ফোন করতেই থাকে কুদ্দুস। কয়েকদিন
আগে জমি
দেখানোর নাম
করে কুদ্দুস
মহিলাকে জমির
কাছে না
নিয়ে রানী
ভবানী রাজবাড়িতে
দেখা করতে
বলে। পরবর্তীতে
কুদ্দুস মোবাইলে
আরেকটি জমির
কথা বলে
মঙ্গলবার বিকেলে
মহিলার বাড়িতে
আসে। রাত
হলে মহিলাকে
কু প্রস্তাবদিলে
লোকজন ডেকে
কুদ্দুসকে জুতাপেটা করেন।
মহল্লার লোকদের সঙ্গে যোগাযোগ করলে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, কুদ্দুসদের পরিবারের সকলেই নোংরা ও উচ্ছৃঙ্খল। তারা নানাভাবে প্রতিবেশী হিন্দুদের বিরক্ত করে। উক্ত মহিলা প্রকাশ্যে কুদ্দুসকে জুতাপেটা করায় মহল্লার মানুষ সাহসী এ মহিলাকে সাধুবাদ জানিয়েছেন।

Post a Comment