প্রান্তজন রিপোর্ট: সেবা
খাতকে শতভাগ
দূর্নীতি মুক্ত
করতে প্রচারণা
পক্ষ পালন
করছে নাটোর
পল্লী বিদ্যুৎ
সমিতি-২।
গত ১৫
জুন শুরু
হওয়া প্রচারণা
পক্ষ শেষ
হবে ৩০
জুন। গতকাল
বুধবার প্রচারণার
অংশ হিসাবে
বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সমিতির সদর
দপ্তর মিলনায়তনে
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সমিতি
কর্তৃপক্ষ।
এসময় সহকারী জেনারেল
ম্যানেজার (সদস্যসেবা) গোলাম ইখতিয়ার জানান,
পল্লী বিদ্যুতের
সকল প্রকার
সেবা খাতকে
গ্রাহকদের নিকট সহজলভ্য ও দূর্নীতি
মুক্ত করতে
নিরলস ভাবে
কাজ করে
যাচ্ছে পল্লী
বিদ্যুৎ সমিতি
বোর্ড। সকল
শ্রেণীর গ্রাহককে
আরো সচেতন
করতেই দুর্নীতি
বিরোধী প্রচারণা
পক্ষ পালন।
দূর্নীতি বিরোধী
প্রচারণার অংশ হিসাবে সমিতির ভৌগোলিক
এলাকায় সচেতনতা
মূলক মাইকিং,
লিফলেট বিতরণ,
গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো, স্কুল,
কলেজ, মাদরাসা,
মসজিদ, মন্দির,
গীর্জায় প্রচারণা
ও লিফলেট
বিতরণ কার্মক্রম
পরিচালনা করা
হচ্ছে। মতবিনিময়
সভায় উপস্থিত
ছিলেন জেনারেল
ম্যানেজার (জিএম) নিতাই কুমার সরকার,
অতিরিক্ত জেনারেল
ম্যানেজার (গুরুদাসপুর) প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,
(চারঘাট) আব্দুল
কাদের, (কারিগরি)
ইকরামুল হক,
সহকারী জেনারেল
ম্যানেজার (প্রশাসন) সাবিহা সুলতানা, (অর্থ)
সিদ্দিকুর রহমান, (প্রকৌশল) সীমা রাণী
কুন্ডু, (নির্মাণ)
মুহিতুল ইসলাম
চৌধুরী, এমদাদুল
হক, আরিফুল
ইসলাম প্রমুখ।

Post a Comment