স্টাফ রিপোর্টার: নাটোরের
লালপুর উপজেলার
বালিতিতা ইসলামপুর
গ্রামে ভেজাল
গুড় তৈরী
ও বিক্রির
দায়ে নিজামুদ্দিন
(৪৮) নামে
এক গুড়
তৈরীর কারখানার
মালিককে এক
লাখ টাকা
জরিমানা করেছে
ভ্রাম্যমান আদালত।
লালপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার
জানান, গোপন
সূত্রের খবরের
ভিত্তিতে শনিবার
দুপুরে লালপুর
উপজেলা নির্বাহী
অফিসার ও
নির্বাহী মেজিস্ট্রেট
নজরুল ইসলাম
লালপুর থানা
পুলিশ নিয়ে
উক্ত ভেজাল
গুড়ের কারখানায়
অভিযান চালিয়ে
বিপুল পরিমাণ
ভেজাল আখের
গুড়, চিটাগুড়,
রং ও
কেমিক্যাল সামগ্রী জব্দ করেন এবং
কারখানা মালিককে
১ লাখ
টাকা জরিমানা
করেন।

Post a Comment