সিংড়া প্রতিনিধি: নাটোরের
সিংড়া উপজেলার
ইটালি ইউনিয়নে
মানিকদিঘী গণগ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে
প্রধান অতিথি
হিসেবে উপস্থিত
থেকে গ্রন্থাগারের
উদ্বোধন করেন,
সিংড়া থানার
অফিসার ইনচার্জ
(ওসি) নাসির
উদ্দিন মন্ডল।
উদ্বোধন শেষে স্থানীয়
ডাঃ নজরুল
ইসলামের সভাপতিত্বে
সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান
অতিথির বক্তব্য
রাখেন, সিংড়া
থানার অফিসার
ইনচার্জ (ওসি)
নাসির উদ্দিন
মন্ডল। আলোচনা
সভায় প্রধান
আলোচক হিসেবে
বক্তব্য রাখেন,
সিংড়া প্রেসক্লাবের
সভাপতি মোল্লা
মো: এমরান
আলী রানা।
এসময় আরও
বক্তব্য রাখেন,
বীর মুক্তিযোদ্ধা
আব্দুল বারী,
স্থানীয় ইউনিয়ন
পরিষদের সদস্য
আলেফ হোসেন,
প্রধান শিক্ষক
প্রভাত চন্দ্র,
আওয়ামীলীগ নেতা আঃ সোবহান, সাংবাদিক
রাজু আহমেদ,
মানিকদিঘী গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা এনামুল
হক বাদশা
প্রমুখ।
শেষে মানিকদিঘী গণগ্রন্থাগারে প্রায় ২০হাজার টাকা মূল্যের গল্প,উপন্যাস,জীবন দর্শন,ধর্মীয় ও গবেষণামূলক শতাধিক বই প্রদান করেন ওসি নাসির উদ্দিন মন্ডল।

Post a Comment