প্রান্তজন রিপোর্ট: ‘আসুন
শিশু ও
যুবাদের প্রতি
মনোযোগ দেই,
তাদের নিরাপদ
বেড়ে উঠা
নিশ্চিত করি’
এই শ্লোগান
নিয়ে নাটোরে
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী
আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি
উপলক্ষে জেলা
প্রশাসন ও
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে
রবিবার সকালে
শহরের মাদ্রাসা
মোড় থেকে
এক বর্নাঢ্য
শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি
শহরের প্রধান
সড়ক প্রদক্ষিণ
করে কালেক্টরেট
ভবন চত্বরে
গিয়ে শেষ
হয়। পরে
জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে
এক আলোচনা
সভা অনুষ্ঠিত
হয়। অতিরিক্ত
জেলা প্রশাসক
(সার্বিক) কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে
আলোচনা সভায়
বক্তব্য রাখেন,
জেলা প্রশাসক
খলিলুর রহমান,
পুলিশ সুপার
শ্যামল কুমার
মুখার্জী, পৌর মেয়র উমা চৌধুরী
জলি, জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আনিছুর
রহমান খাঁনসহ
অন্যান্যরা। এসময় বক্তারা মাদকের কুফল
ও মাদক
থেকে উত্তরণের
উপায় সম্পর্কে
আলোকপাত করে
বক্তব্য রাখেন।
শেষে মাদক
নিয়ে বিজয়ী
রচনা প্রতিযোগীদের
মাঝে পুরস্কার
বিতরণ করা
হয়।

Post a Comment