Halloween Costume ideas 2015

ফজলে কবিরের সই নিয়ে প্রথম নোট আসছে


গভর্নর ফজলে কবিরের স্বাক্ষরে ৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে আগামী রোববার
ওই দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ছাড়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
এটি হবে গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত প্রথম নোট
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫২ মিমি x ৬৫ মিমি মাপের ৫০০ টাকার এই নোটের রঙ, আকৃতি, নকশা নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে
নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে
শুধু গভর্নরের সইয়ের জায়াগায় থাকবে বর্তমান গভর্নর ফজলে কবির স্বাক্ষর
আগের সব নোটও যথারীতি বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
রিজার্ভ চুরির পর চাপের মুখে আতিউর রহমান গভর্নরের পদ ছাড়তে বাধ্য হলে গত ১৬ মার্চ ওই দায়িত্ব পান সাবেক অর্থ সচিব ফজলে কবির। তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন
গতবছরের শেষ দিকে বাংলাদেশ কয়েনেজ আইন সংশোধনের ফলে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ১০০০ টাকার নোট গণ্য হয় ব্যাংক নোট হিসেবে
অর্থাৎ, এসব নোটে গভর্নরের সই থাকে; বের করে বাংলাদেশ ব্যাংক
আর , টাকা হচ্ছে সরকারি নোট। অর্থ মন্ত্রণালয়ের ইস্যু করা এসব নোটে অর্থ সচিবের সই থাকে

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget