রোজার ঈদকে সামনে রেখে ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে এসব নতুন নোট ছাড়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট অফিস এবং ২০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই নতুন নোট ছাড়া হবে।
ঈদ উপলক্ষে এবার ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট মজুদ রাখা হয়েছে জানিয়ে শুভঙ্কর সাহা বলেন, এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ছাড়া হবে।
“৪ জুলাই পর্যন্ত যতো নতুন টাকাই প্রয়োজন হোক না কেন, বাংলাদেশ ব্যাংকের অফিসগুলো থেকে সরবরাহ করা হবে।”
তিনি জানান, এককভাবে কোনো ব্যক্তি আট হাজার ৭০০ টাকার বেশি নতুন নোট সংগ্রহ করতে পারবেন না।
“প্রতিজনকে ১০০টি ৫০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি ২০ টাকা নোটের একটি বান্ডেল, ১০০টি পাঁচ টাকার নোটের একটি বান্ডেল এবং ১০০টি দুই টাকা নোটের একটি বান্ডেল দেওয়া হবে।”
তবে গতবারের মতো
এবারও বায়োমেট্রিক
পদ্ধতিতে আঙ্গুলের
ছাপের মাধ্যমে
এক ব্যক্তি
একবার মাত্র
নতুন টাকা
সংগ্রহ করতে
পারবেন বলে
জানান কেন্দ্রীয়
ব্যাংকের এই
মুখপাত্র।
চাহিদা মেটাতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে
সারা বছরই
কাগুজে নোট
সরবরাহ করে
কেন্দ্রীয় ব্যাংক। তবে দুই ঈদে
সাধারণ মানুষের
মাঝেও নতুন
টাকার নোট
বিতরণ করা
হয়।শুভঙ্কর সাহা বলেন, “দুই ঈদে নতুন নোটের বেশ কদর রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা নতুন টাকার প্রস্তুতি নিয়েছি।”
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের তিনটি কাউন্টার ও সদরঘাট অফিস থেকে নতুন টাকা সরবরাহ করা হবে।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস দুটি ও অন্যান্য অফিস দুটি করে কাউন্টার খোলা রাখবে।

Post a Comment