Halloween Costume ideas 2015

কৃষি ঋণের সুদ ১০% এর বেশি নয়




কৃষি পল্লী ঋণের সুদের ঊর্ধ্বসীমা ১১ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগামী জুলাই থেকে কার্যকর হবে
বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সম্প্রতি আমানত ঋণের সুদের হার কমে আসায় বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের সুদের ঊর্ধ্বসীমা পুনঃনির্ধারণ করেছে বলে এই পদক্ষেপের পক্ষে যুক্তি দেখানো হয়েছে
২০১৪ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক কৃষি পল্লী ঋণের সুদের ঊর্ধ্বসীমা ১১ শতাংশে নির্ধারণ করেছিল। তারও আগে হার ছিল ১৩ শতাংশ
সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদহার কমেছে। যে কারণে ব্যাংকগুলো ঋণের সুদহারও কমিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলে ব্যাংকিং আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে দশমিক ৯২ শতাংশ; আর ঋণের গড় সুদহার ছিল ১০ দশমিক ৭৮ শতাংশ।

রাষ্ট্রমালিকানাধীন বেশিরভাগ ব্যাংক ইতোমধ্যে কৃষি ঋণের সুদের হার ১০ শতাংশের মধ্যে নামিয়ে এনেছে। সোনালী, জনতা, রূপালী, বিডিবিএল বেসিক ব্যাংক ১০ শতাংশ হারে কৃষি ঋণ বিতরণ করছে। অগ্রণী ব্যাংক করছে শতাংশ হারে।
মানিকগঞ্জের সিংগাইরে চলছে ইরি ধান কাটা। ফলন ভালো হলেও বাজার দরে উৎপাদন খরচ উঠছে না বলে অভিযোগ কৃষকদের।ছবি: তানভীর আহাম্মেদ
শুরু হয়েছে ধান কাটার মৌসুম, মানিকগঞ্জের সিংগাইরে ধান কেটে ঘরে নিতে ব্যস্ত কৃষক। ছবি: তানভীর আহাম্মেদ
তবে কৃষি ঋণের জন্য বিশেষায়িত ব্যাংক কৃষি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১১ শতাংশ সুদে ঋণ বিতরণ করছে। এই দুই ব্যাংকই সবচেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করে থাকে।

৩০ জুন শেষ হতে যাওয়া ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংকগুলো ১৬ হাজার ৪০০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে
এর মধ্যে কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিতরণ করার কথা হাজার ৪০০ কোটি টাকা
ছয়টি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংককে হাজার ৮৯০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্য বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক
এপ্রিল পর্যন্ত অর্থাৎ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) ব্যাংকগুলো ১৪ হাজার ১২৮ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget