স্টাফ রিপোর্টার: বুধবার
নাটোরের লালপুর
উপজেলার গোপালপুর
নর্থ বেঙ্গল
সুগার মিলস
লিঃ কে
বহুমুখি শিল্প
পার্ক করার
লক্ষে মঙ্গলবার
একনেক বৈঠকে
৩২৪ কোটি
১৮ লক্ষ
টাকার প্রকল্প
অনুমোদন হওয়ায়
লালপুর উপজেলা
ও নর্থ
বেঙ্গল সুগার
মিলস শ্রমিকলীগ
আনন্দ মিছিল
করেছে। সকল
১১ টায়
আনন্দ মিছিলটি
নর্থ বেঙ্গল
সুগার মিল
থেকে বের
হয়ে বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ
করে মিল
চত্তরে পথসভা
করে।
লালপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইদুর
রহমানের সভাপতিত্বে
পথসভায় বক্তব্য
রাখেন উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,
সাধারণ সম্পাদক
ইসাহাক আলী,
নর্থ বেঙ্গল
সুগার মিলের
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী,
মহা ব্যবস্থাপক
(কৃষি) নিতাই
চন্দ্র, সিবিএ
সাধারণ সম্পাদক
ওমর আলী,
উপজেলা আওয়ামী
লীগের সাংগঠনিক
সম্পাদক খাইরুল
বাসার ভাদু,
নর্থ বেঙ্গল
সুগার মিলস
শ্রমিকলেিগর সভাপতি দেলোয়ার হোসেন পিন্টু,
শ্রমিক নেতা
গোলাম কাউসার
প্রমূখ।

Post a Comment