প্রান্তজন রিপোর্ট: মাদক
সেবনের দায়ে
নাটোরের নলডাঙ্গায়
জনি(১৯)
নামে এক
যুবককে ৬
মাসের কারাদন্ড
দিয়েছে ভ্রাম্যমান
আদালত। রোববার
দুপুরে নলডাঙ্গা
উপজেলা নির্বাহী
অফিসার শারমিন
আক্তার জাহান
এই রায়
দেন। দ-প্রাপ্ত জনি
উপজেলা সাধনগর
গ্রামের এনামুলক
মঞ্জুর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) তদন্ত ওয়াজেদ আলী
খান জানান,
জনি দীর্ঘদিন
ধরে মাদকাসক্ত।
সে মাদক
সেবন করে
মাঝে মধ্যেই
তার বাবা-মাকে জ্বালাতন
করতো। রোববার
সকালে তার
বাবার অভিযোগের
প্রেক্ষিতে জনিকে আটক করে ভ্রাম্যমান
আদালতে সোপর্দ
করা হয়।
পরে বিচারক
শুনানী শেষে
এই রায়
দেন। তাকে
আদালতের মাধ্যমে
জেল হাজতে
পাঠানো হয়েছে।

Post a Comment