প্রান্তজন রিপোর্ট: নাটোরের
বাগাতিপাড়া উপজেলায় আসাদুজ্জামান পান্না (৪১)
নামে এক
বিকাশ কর্মীকে
ধারালো অস্ত্র
দিয়ে কুপিয়ে
জখম করেছে
দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা
প্রায় দেড়
লাখ টাকা
ছিনিয়ে নিয়ে
যায় তারা।
রোববার দুপুর
সোয়া ১টার
সময় উপজেলার
দয়ারামপুর সেনানিবাসের অদুরে নাটোর-দয়ারামপুর
সড়কে সোনাপুর
এলাকার জামালের
ইটভাটার কাছে
এই ঘটনা
ঘটে। আসাদুজ্জামান
পান্না নাটোর
সদর উপজেলার
জাঠিয়ান গ্রামের
মৃত মৃত
আক্কাস আলীর
ছেলে।
বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই)
মঈনুল হক
ঘটনার সত্যতা
স্বীকার করে
জানান, বিকাশ
কর্মী আসাদুজ্জামান
পান্না আজ
দুপুরে মোটরসাইকেল
নিয়ে নাটোর
থেকে দয়ারামপুর
হয়ে লালপুর
উপজেলার ওয়ালিয়া
বাজারে যাচ্ছিল।
এসময় হেলমেট
পরিহিত দুই
মোটরসাইকেলে অজ্ঞাত ৪ জন যুবক
তার পিছু
নিয়ে ধাওয়া
করে। সে
দয়ারামপুর সেনানিবাসের অদুরে নাটোর-দয়ারামপুর
সড়কে সোনাপুর
এলাকার জামালের
ইটভাটার কাছে
পৌছলে তারা
পথ রোধ
করে চাপাতি
দিয়ে কুপিয়ে
মারাতœক
জখম করে।
এসময় তার
কাছে থাকা
অফিসের দেড়
লাখ টাকা
ছিনিয়ে নিয়ে
তারা ঘটনাস্থল
ত্যাগ করে।
পরে স্থানীয়রা
পান্নাকে উদ্ধার
করে প্রথমে
দয়ারামপুর বাজারের মজুমদার ক্লিনিকে পরে
নাটোর সদর
হাসপাতালে ভর্তি করেন। তবে এবিষয়ে
এখনও থানায়
কেউ কোন
অভিযোগ করেননি।
অভিযোগ পেলে
ব্যবস্থা নেওয়া
হবে। বিষয়টি
খতিয়ে দেখা
হচ্ছে বলে
জানান তিনি।

Post a Comment