Halloween Costume ideas 2015

লালপুরে পুলিশ বক্সের কাছ থেকে যুবকের লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের নছিরার বিল এলাকার পুলিশ বক্সের কাছ থেকে রবিবার সকালে জুয়েল (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল বাঘা উপজেলার মিরগঞ্জ ভানুকরপাড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র।
জানা গেছে, জুয়েল শনিবার বিকালে একই গ্রামের তার বন্ধু সেলুন কর্মী মাসুদের সাথে কাঁচি সানানোর (ধার দেওয়ার) জন্য মোটরসাইকেল যোগে ঈশ্বরদীতে যায়। মাসুদ জানায়,বাড়ি ফেরার পথে রাত টার দিকে তারা উক্ত স্থানে পৌছালে ডাকাতরা গাছের সাথে রশি বেঁধে তাদের মোটরসাইকেলের গতি রোধ করার চেষ্টা করে। কায়দা করে মোটরসাইকেলসহ মাসুদ রশি পার হলেও জুয়েলের গলায় রশি বেঁধে সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে মাসুদ বাড়ি ফিরে উভয় পরিবারের লোকজনকে ঘটনাটি জানায় এবং রাতেই উভয় পরিবারের লোকজন জুয়েলকে খুজতে বের হয় কিন্তু তাকে খুজে পেতে ব্যার্থ হয়। সকালে স্থাণীয়রা লালপুর-বাঘা সড়কের ডাকাত প্রবণ নছিরার বিল এলাকার পুলিশ বক্স থেকে মাত্র ১৫০ গজের মধ্যে লাশটি দেখতে পেয়ে লালপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ঘটনায় জুয়েলের বন্ধু সেলুন কর্মী মাসুদকে পলিশ আটক করেছে। খবর পেয়ে নাটোর এডিশনাল এসপি মুন্সি শাহাব উদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জুয়েলের পিতার বরাত দিয়ে বলেন, মাসুদ জুয়েলকে বাড়ী থেকে ডেকে এনে অন্যত্র খুন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওখানে ফেলে গেছে। নিহত জুয়েলের গোপনাঙ্গের পাশে ধারালো অস্ত্রের আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জুয়েলের বন্ধু মাসুদের কথা বার্তায় ঘটনার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উল্যেখ্য এলাকায় প্রায়শই রাতে ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে। এসব ঘটনা রোধে বসানো হয়েছে পুলিশ বক্স, কিন্তু তা শর্তেও মাঝে মধ্যেই সেখানে ডাকাতিসহ নানা অপরাধমূলক ঘটনা ঘটে।


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget