প্রান্তজন রিপোর্ট: বড়াইগ্রাম
উপজেলার বনপাড়ায়
খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা
ঘটনায় সন্দেহ
ভাজন আসামী
হিসাবে আটক
মনোয়ারা খাতুন
মণির তিন
দিনের রিমান্ড
মুঞ্জুর করেছে
আদালত। সোমবার
নাটোর আদালতে
তার রিমান্ড
শুনানি শেষে
ওই আদেশ
দেন।
এর আগে রোববার
ভোরে মণিকে
ঢাকার একটি
ভাড়া বাসা
থেকে আটক
করে নাটোর
আদালতে হাজির
করে পাঁচ
দিনের রিমান্ড
আবেদন করেন
মামলার তদন্তকারী
কর্মকর্তা। মণি সুনিল গোমেজের বাড়িতে
ভাড়া থাকতেন।
এদিকে এই
ঘটনায় সুনিল
গোমেজের বাড়ির
অপর ভাড়াটিয়া
সবুজকে আটক
করা হয়।
তাকে দুই
দফায় পাঁচ
দিনের রিমান্ড
নেওয়া হয়।
তবে তা
থেকে উল্লেখ্যযোগ্য
কোন তথ্য
পাওয়া যায়
নাই।
অপরদিকে সবুজ ও
মণিকে আটক
করায় সুনিল
গোমেজের মেয়ে
ও মামলা
বাদী স্বপ্না
গোমেজকে হুমকি
দেওয়া হয়েছে
বলেন মৌখিক
অভিযোগ পাওয়া
গেছে। স্বপ্না
গোমেজ বলেন,
সোমবার সকালে
আটক সবুজের
স্ত্রী সুখী
বেগম এবং
মণির মা
শান্তি বেগম
স্বপ্না গোমেজের
বাড়িতে যান।
সেখানে গিয়ে
তারা বলেন,
সবুজ ও
মণি নির্দোস,
স্বপ্নার কথায়
পুলিশ অন্যায়
ভাবে তাদেরকে
আটক করেছে।
এখন স্বপ্না
নিজে আদালতে
গিয়ে তাদের
ছাড়িয়ে না
আনলে আগামীতে
আরো বড়
ক্ষতি করা
হবে। দুপুরে
স্থানীয় সাংসদ
অধ্যাপক আব্দুল
কুদ্দুস সুনিল
গোমেজের বাড়িতে
সমবেদনা জানাতে
গেলে স্বপ্না
গোমেজ তাঁকে
বিষয়টি জানালে
তিনি তাৎক্ষনিক
ভাবে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেনকে
ব্যবস্থা গ্রহণের
নির্দেশ দেন।
এমরান হোসেন
এ বিষয়ে
থানায় লিখিত
ভাবে জানানোর
পরামর্শ প্রদান
করেন।

Post a Comment