প্রান্তজন রিপোর্ট: দেশব্যাপী
জঙ্গি দমনে
পুলিশের বিশেষ
অভিযানের অংশ
হিসেবে নাটোরের
বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল
হোসাইন (৪৪)সহ বিভিন্ন
মামলার ৬৫জন
আসামী আটক
করেছে পুলিশ।
এছাড়া রেজিস্ট্রিবিহীন
মোটর সাইকেল
জব্দ করা
হয়েছে ১৮
টি ।
রোববার রাত থেকে
সোমবার বিকেল
পর্যন্ত জেলার
৭টি থানার
বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে
তাদের আটক
এবং এসব
মোটরসাইকেল জব্দ করা হয়। আটক
জামায়াত নেতা
আবুল হোসাইন
বড়াইগ্রামে উপজেলার মামুদপুর গ্রামের মৃত
সুরুজ আলীর
ছেলে।
নাটোরের পুলিশ সুপার
শ্যামল কুমার
মুর্খাজী ঘটনার
সত্যতা নিশ্চিত
করে জানান,
পুলিশের বিশেষ
অভিযানের অংশ
হিসেবে জেলার
বিভিন্ন স্থানে
অভিযান চালানো
হয়। চলমান
সাঁড়াশি অভিযানের
অংশ হিসাবে
এবং নাশকতা
ও হামলা
করতে পারে
এমন আশঙ্কায়
উপজেলা জামায়াতের
সেক্রেটারী আবুল হোসাইনসহ বিভিন্ন মামলার
ওয়ারেন্টভুক্ত আসামি, পলাতক আসামিসহ ৬৫
জনকে আটক
করা হয়েছে।
এছাড়া অভিযানে
জেলার বিভিন্ন
স্থানে চেকপোস্ট
বসিয়ে রেজিস্ট্রিবিহীন
১৮টি মোটর
সাইকেল শব্দ
করে তাদের
বিরুদ্ধে প্রসিউকিশন
দেওয়া হয়েছে।
এই বিশেষ
অভিযান অব্যাহত
থাকবে।
Post a Comment