Halloween Costume ideas 2015

আধিপত্য বিস্তার ও মসজিদের টাকা আত্মসাতকে কেন্দ্র করে সিংড়ায় সাইফুল বাহিনীর হামলায় নিহত ১


সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার মসজিদের টাকা আত্মসাতকে কেন্দ্র করে সাইফুল বাহিনীর হামলায় রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে ঘটনা ঘটে। রেজাউল করিম বেড়াবাড়ী গ্রামের রহিদুল ইসলামের ছেলে। নিহতের লাশটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শী পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেড়াবাড়ী গ্রামে আধিপত্য বিস্তার স্থানীয় জামে মসজিদের টাকা আত্মসাতকে কেন্দ্র করে বিবাদমান সাইফুল বাহিনী আনোয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সোমবার দুপুরে সাইফুল বাহিনী মসজিদের ২লাখ আত্মসাত করায় প্রতিবাদ করে আনোয়ার সমর্থকরা। এতে করে সাইফুল বাহিনী আনোয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে সাইফুল বাহিনীর দেশীয় অস্ত্র ফালার আঘাতে আনোয়ার সমর্থকের রেজাউল করিম নামে একজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন - ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ মর্গে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget