স্টাফ রিপোর্টার: নাটোরের
বড়াইগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতি ও
অন্যান্য অস্ত্রসহ
পাঁচজনকে হাতেনাতে
আটক করেছে
পুলিশ। শুক্রবার
রাত সোয়া
১১ টার
দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা
মহাসড়কের মানিকপুর
কলাবাগান এলাকায়
এ ঘটনা
ঘটে।
আটককৃতরা হলো-উপজেলার
জোনাইল ইউনিয়নের
সরাবাড়িয়া গ্রামের ই¯্রাফিল হোসেনের
ছেলে এসকেন্দার
আলী (৪০)
ও আব্দুর
রহিমের ছেলে
নাজমুল ইসলাম
(২০), দিঘইর
গ্রামের মৃত
শহিদুল্লাহর ছেলে শাকিল হোসেন (২২),
জোনাইল গ্রামের
আব্দুর রাজ্জাকের
ছেলে রাজু
আহম্মেদ (২৭)
ও পাবনার
চাটমোহর উপজেলার
চড়ুইকোল গ্রামের
মজনু মোল্লার
ছেলে হামিদুর
রহমান (২১)।
থানা সূত্রে জানা
যায়, শুক্রবার
রাতে আটককৃতরা
ডাকাতির উদ্দেশ্যে
কলাবাগান এলাকায়
অবস্থান করছিলেন।
এ সময়
এসআই জলিলের
নেতৃত্বে পুলিশের
টহল টিম
তাদেরকে দেখতে
পেলে তারা
দৌড়ে পালানোর
চেষ্টা করে।
পরে পুলিশ
পিছু ধাওয়া
করে তাদেরকে
আটক করে।
এ সময়
তাদের কাছ
থেকে একটি
চাপাতি, একটি
হাঁসুয়া ও
একটি বড়
ছুরিসহ ৫টি
ধারালো অস্ত্র
জব্দ করা
হয়।
বড়াইগ্রাম থানার ওসি
মনিরুল ইসলাম
ঘটনার সত্যতা
নিশ্চিত করে
বলেন, ঈদকে
সামনে রেখে
তারা ডাকাতির
প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা
হচ্ছে। আটককৃতদের
নামে ডাকাতির
চেষ্টা ও
অবৈধ অস্ত্র
বহনের দায়ে
দুটি পৃথক
মামলা দায়ের
করা হয়েছে।

Post a Comment