গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের
গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে নির্বাচন
পরবর্তী সহিংসতায়
আ.লীগের
দুই গ্রুফের
সমর্থকদের বাড়িতে ভাংচুর ও লুটপাটের
ঘটনায় থানায়
মামলা দায়ের
করেছেন আ.লীগের বিদ্রোহীর
প্রার্থীর সমর্থক। মামলার প্রেক্ষিতে শুক্রবার
রাত দশটার
দিকে সরকার
দলীয় চেয়ারম্যান
আব্দুল মতিনের
৯ জন
কর্মী সমর্থককে
গ্রেফতার করেছে
পুলিশ।
স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার
সন্ধ্যার দিকে
সরকার দলীয়
নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্র্র্র্র্র্থক
ও উপজেলা
ছাত্র লীগের
সাধারণ সম্পাদক
মন্ডল মেহেদী
হাসানের সমর্থকদের
মধ্যে দেশীয়
অস্ত্র নিয়ে
ধাওয়া পাল্লা
ধাওয়ার ঘটনা
ঘটে। এসময়
উভয় গ্রুফের
সমর্থকদের বাড়িঘর ভাংচুর, গরু, মোটর
সাইকেল ও
মালামাল লুটপাট
হয়। এঘটনায়
শুক্রবার রাতে
আ.লীগের
বিদ্রোহী প্রার্থী
মেহেদী হাসানের
সমর্থক উদবাড়িয়া
গ্রামের মৃত
ওসমান আলীর
ছেলে তমিজুর
রহমান বাদী
হয়ে চেয়ারম্যন
আব্দুল মতিন
তার বড়
ভাই মধু,
আব্দুল মজিদ,
মো.সধু,
ও ভাতিজা
মিল্টনসহ জ্ঞাত-অজ্ঞাতনামা ৬৭
জনের নামে
দাঙ্গাহাঙ্গামা মামলা দায়ের করেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস
জানান, মামলার
প্রেক্ষিতে রাত দশটার দিকে চলনালী,
সিধুলী ও
ধারাবারিষা গ্রামে অভিযান চালিয়ে চেয়ারম্যান
আব্দুল মতিনের
৯ জন
সমর্থককে গ্রেফতার
করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে চেয়ারম্যান
মতিনের পক্ষে
মামলা দায়েরের
প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার
সন্ধ্যার কিছু
আগে ধারাবারিষা
বাজারে আ.লীগের অফিসে
হামলা চালায়
হাসানের সমর্থকরা।
এসময় চেয়ারম্যান
সমর্থক এনামুলকে
মারপিট করে
একটি মোটরসাইকেল
ও তার
বাড়ি থেকে
একটি গরু
লুট করে
নিয়ে যায়।
স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে গুরুদাসপুর
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে
সন্ধ্যার পর
মতিনের সমর্থকরা
উদবাড়িয়া গ্রামের
হাসানের সমর্থকদের
বাড়িঘর ভাংচুর
করে। এরপর
বিক্ষুব্ধ অবস্থায় হাসানের সমর্থকরা পুনরায়
মতিনের সমর্থকদের
কয়েকটি বাড়িঘর
ভাংচুর চালায়।
সকালে ঘটনাস্থলে
পুলিশ মোতায়েন
করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন
করেন সহকারী
পুলিশ সুপার
শফিকুল ইসলাম।
আ.লীগের বিদ্রোহী
প্রার্থী মেহেদী
হাসান বলেন,
চেয়ারম্যান মতিনের সমর্থকরা অন্যায় ভাবে
তার সমর্থকদের
বাড়িঘর ভাংচুর
করেছে।
এব্যাপারে চেয়ারম্যান মতিন
বলেন, বৃহস্পতিবার
সন্ধ্যায় ধারাবারিষায়
আ.লীগের
দলীয় অফিস
ভাংচুর ও
এনামুল নামে
একজন কর্মিকে
মারপিট
করে মোটরসাইকেল ও গরু লুট
করে হাসানের
সমর্থকরা। রাতে পূণরায় তার সমর্থকদের
কয়েকটি বাড়িতে
হামলা চালানো
হয়েছে। এঘটনায়
তার পক্ষে
মামলা দায়েরের
প্রস্তুতি চলছে।

Post a Comment