Halloween Costume ideas 2015

জয়া এবার প্রযোজনায়


দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান এবার চলচ্চিত্র প্রযোজক হিসেবে আবির্ভূত হয়েছেন
হুমায়ূন আহমেদের দর্শকনন্দিত উপন্যাসদেবীঅবলম্বনেদেবীসিনেমার মাধ্যমেই প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন তিনি
দেবীসিনেমাটি ২০১৫-১৬ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে
জয়া আহসান বলেন, “চলচ্চিত্র প্রযোজনায় আসার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। এবার সব কিছু গুছিয়ে এনে চলচ্চিত্র প্রযোজনায় আসছি।
তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পরিচালক হিসেবে জয়ার নাম থাকলেও তিনি জানালেন, সিনেমাটি তিনি পরিচালনা করবেন কি না তা এখনও চূড়ান্ত নয়। তবে তাতে অভিনয় করছেন তিনি
সিনেমাতে আমি প্রযোজক প্রস্তাবক হিসেবে থাকছি এটুকু নিশ্চিত করে বলতে পারি। হুমায়ূন আহমেদের উপন্যাসটি মনের মধ্যে গেঁথে ছিল। উপন্যাসটি নিয়ে কাজ করতে গিয়ে আমি হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের অনুমতিও নিয়েছি। তিনি ভীষণ খুশি হয়েছেন।
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নীতিমালায় প্রথম চেক পাওয়ার দিন থেকে নয় মাসের মধ্যে চলচ্চিত্র নির্মাণ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে
জয়া বলেন, “আমি চলচ্চিত্র নীতিমালা অনুযায়ী সিনেমাটি নির্মাণ করব। খুব শিগগিরই সিনেমাটির নির্মাণ কাজ শুরু করব।
আগামী ঈদে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি না পেলেও জয়া অভিনীতভালোবাসারশহরনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে
ভারতীয় নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরীর এই চলচ্চিত্রে জয়া আহসান অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে
আন্তর্জাতিক চলচ্চিত্র আসরে পুরস্কার বাগিয়ে আনাফড়িংসিনেমাখ্যাত পরিচালক ইন্দ্রনীলেরবাঙালি ভূতের গপ্পোসিনেমায় অভিনয় করতে গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হয় অভিনেত্রী জয়ার
ইন্দ্রনীলের নির্মাণ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আর কিছু কাজ আছে যা আমাদের অভিনেতা সত্তার ক্ষুধা মেটাতে করি। এটা আমার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি। সিনেমাটি সমঝদার দর্শকের জন্য।
এই চলচ্চিত্রে সাম্প্রতিক সময়ের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি বিশ্বব্যাপী মানবতাবিরোধী নানা অপরাধের কথা তুলে ধরা হয়েছে বলে জানান জয়া

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget