প্রান্তজন রিপোর্ট: সরকার
বিরোধীরা রাজনৈতিক
ভাবে পরাজিত
হয়ে ভিন্ন
কৌশলের আশ্রয়
নিয়েছে। তারা
নিরীহ লোকদের
গুপ্তহত্যা করে বাংলাদেশের উন্নয়ন ব্যহত
করার চেষ্টা
করছে। উন্নয়নের
ধারা অব্যহত
রাখতে সকলকে
ঐক্যবদ্ধ হয়ে
দুর্বৃত্তদের মোকাবেলা করতে হবে। শুক্রবার
বিকেলে বড়াইগ্রাম
উপজেলার বনপাড়ায়
দুর্বৃত্তের হামলায় নিহত খ্রিস্টান ব্যবসায়ী
সুনীল গোমেজের
পরিবারকে সমবেদনা
জানাতে এসে
তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি
(আইসিটি) প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ
পলক এসব
কথা বলেছেন।
তিনি সাংবাদিকদের বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিহত
সুনীল গোমেজের
পরিবারকে সমবেদনা
জানাতে এবং
প্রশাসনিক তদন্তের অগ্রগতি তদারকি করতে
ঘটনাস্থলে এসেছেন। এসময় তিনি নিহতের
পরিবাররের হাতে নগদ ৫০ হাজার
টাকা অনুদান
প্রদান করেন।
তার সাথে
উপস্থিত স্থানীয়
সংসদ সদস্য
ও জেলা
আওয়ামী লীগের
সভাপতি অধ্যাপক
আব্দুল কুদ্দুস
বলেন, দেশী-বিদেশী চক্রান্তের
অংশ হিসাবে
হত্যাকা- চালাচ্ছে
সরকার বিরোধীরা।
তারা হত্যাকা-
করে অস্থিতিশীল
পরিস্থিতির মাধ্যমে দেশকে অকার্যকর রাষ্ট্র
তৈরির চেষ্টা
চালাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন নাটোরের
জেলা প্রশাসক
খলিলুর রহমান,
অতিরিক্ত পুলিশ
সুপার মুন্সি
সাহাবুদ্দিন, নাটোর পৌরসভার মেয়র উমা
চৌধুরী জলি,
সদর উপজেলা
চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া
উপজেলা চেয়ারম্যান
শফিকুল ইসলাম
শফি, বড়াইগ্রামের
ইউএনও রুহুল
আমিন, বনপাড়া
পৌর মেয়র
জাকির হোসেন,
সহকারী পুলিশ
সুপার (বড়াইগ্রাম
সার্কেল) শফিকুল
ইসলাম, জেলা
পূজা উদযাপন
পরিষদের সভাপতি
চিত্তরঞ্জন সাহা, বনপাড়া ধর্মপল্লীর সহ-সভাপতি বেনেডিক্ট
গোমেজ, জেলা
আওয়ামী লীগের
সহ-সভাপতি
অ্যাডভোকেট শাহজাহান কবির, আওয়ামী লীগ
নেতা কাশিনাথ
দাস বিশ্বনাথ,
উপজেলা আওয়ামীলীগ
সভাপতি আব্দুল
জলিল প্রমুখ।
এদিকে প্রতিমন্ত্রীর
বিদায়ের পর
পরেই ঘটনাস্থলে
নাটোর সদর
আসনের সংসদ
সদস্য ও
জেলা আওয়ামী
লীগের সাধারণ
সম্পাদক শফিকুল
ইসলাম শিমুল
উপস্থিত হন।
তিনিও নিহতের
পরিবারের প্রতি
সমবেদনা জানান
এবং তাদের
হাতে নগদ
৫০ হাজার
টাকা অনুদান
প্রদান করেন।
এসময় তিনি
নিহতের পরিবারের
সদস্যদের শান্তনা
দিয়ে বলেন,
হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ করে
যাচ্ছে। খুব
শীঘ্রই অপরাধীদের
সনাক্ত করে
বিচারের আওতায়
আনা হবে।
এসময় অন্যদের
মধ্যে উপস্থিত
ছিলেন জেলা
আওয়ামী লীগের
সহ-সভাপতি
অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অধ্যাপক শামসুল
ইসরাম, যুগ্মসাধারণ
সম্পাদক সৈয়দ
মুর্তুজা আলী
বাবলু, দপ্তর
সম্পাদক দিলিপ
কুমার দাস,
যুবলীগ নেতা
বাসিরুল রহমান
খান এহিয়া
চৌধুরী, রুহুল
আমিন বিপ্লব
প্রমুখ।

Post a Comment