প্রান্তজন রিপোর্ট: গতকাল নাটোরে
দৈনিক উত্তরবঙ্গ
বার্তা অফিস
প্রাঙ্গণে নাটোর জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক,
দৈনিক উত্তরবঙ্গ
বার্তা’র
প্রকাশক সম্পাদক,
নাটোর প্রেসক্লাবের
সভাপতি মরহুম
জননেতা এড.
হানিফ আলী
শেখ এর
রুহের মাগফেরাত
কামনায় কোরআনখানি,
দোয়া ও
ইফতার মাহফিল
এর আয়োজন
করা হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান
অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন
নাটোর সদর
আসনের সংসদ
সদস্য ও
জেলা আওয়ামী
লীগের সাধারণ
সম্পাদক আলহাজ্ব
শফিকুল ইসলাম
শিমুল। এছাড়া
উপস্থিত ছিলেন,
নাটোর পৌরসভার
মেয়র উমা
চৌধুরী জলি,
নাটোর সদর
উপজেলা চেয়ারম্যান
শরিফুল ইসলাম
রমজান, প্রশাসনের
কর্মকর্তা, সুধীজনসহ নাটোর জেলা আওয়ামী
লীগের বিভিন্ন
স্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য
এড. হানিফ
আলী শেখ
২০১১ খ্রিস্টাব্দের
১২ আগস্ট মৃত্যুবরণ
করেন।

Post a Comment