প্রান্তজন রিপোর্ট: নাটোর
সদর হাসপাতালের
ইমার্জেন্সিতে একটি মোবাইল ফোনের নম্বর
দেয়া থাকলেও
তা সাধারণ
জনগণ বা
রোগীর কোন
কাজে আসছে
না বলে
অভিযোগ পাওয়া
গেছে।
অভিযোগ উঠেছে বড়
করে লিখে
রাখা (+৮৮০১৭৩৩-০৭৭৭৭৪) এই
মোবাইল নম্বর
কে বা
কোথায় ব্যবহার
করা হয়
তা কেউই
জানে না।
একাধিক বার
ফোন দিলে
নম্বর কেটে
দিয়ে ফোনের
সুইচ বন্ধ
করে দেয়া
হয়। এতে
করে চরম
বিপাকে পড়তে
হয় রোগীদের
সাথে আসা
অভিভাবদের।
এব্যাপারে ইর্মার্জেন্সির কর্তব্যরতদের
সাথে কথা
বললে তারা
জানান, অনেক
সময় আমরা
কথা বলি,
অনেক সময়
কর্তব্যরত ডাক্তার কথা বলে। আবার
মাঝে মধ্যে
অফিস থেকে
কথা বলা
হয়।
সদর হাসপাতালের প্রধান
সহকারী স্বপ্না
বসাক জানান,
কিছু দিন
আগে মোবাইল
ফোনটি নষ্ট
হলে নতুন
একটি ফোন
কিনে দেয়া
হয়েছে ।
আসলে এই
ফোন ব্যবহার
হয় কিনা
তা আমি
জানি না
।
নাটোর সিভিল সাজর্ন আজিজুল ইসলাম জানান, এমন কোন অভিযোগ আগে পাইনি। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস এই কর্মকর্তার।

Post a Comment