Halloween Costume ideas 2015

রহিঙ্গাদের হত্যা বড়ই নির্মম ও বেদনাদায়ক -হাসান আজিজুল হক


প্রান্তজন রিপোর্ট: প্রখ্যাত কথা সাহিত্যিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক  অধ্যাপক হাসান আজিজুল হক বলেছেন, নবজাতকদের জন্য এই পৃথিবীটা এখণও বাসযোগ্য হয়ে ওঠেনি। পৃথিবীতে নবজাতকদের বাসযোগ্য করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মায়ানমারে রহিঙ্গা জাতিগোষ্ঠিকে উচ্ছেদের নামে ছোট ছোট শিশুকে হত্যা করছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে নারীসহ সকল বয়সী মানুষকে। এটা বড়ই নির্মম বেদনাদায়ক
সকল বিবেকবান মানুষকে রহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। রহিঙ্গারা এমন কোন দোষ করেনি যে, তাদের এভাবে হত্যা করতে হবে, দেশ থেকে বিতারিত করতে হবে। তারা সে দেশে দুবেলা খাবার না পাকঅন্তত তাদের বাসস্থানে থাকুক এটা করতে পারতো সরকার।
বৃহস্পতিবার দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে এক  সেমিনারে তিনি এসব কথা বলেন।পুঁজিবা-সা¤্রাজ্যবাদ-মৌলবাদ রুখে দাঁড়াও’-মুক্তিযুদ্ধের মূল  চেতনা শোষণহীন সমাজ তথা সমাজ তন্ত্রের সংগ্রাম শীর্ষক এই সেমিনারের আয়োজন করেন নাটোর জেলা রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি। এতে জেলার সকল বাম সংগঠন অংশগ্রহণ করেন। উদযাপন কমিটির আহবায়ক বিপ্লবী ওর্য়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আনছার আলী দুলালের সভাপতিত্বে সেমিনারে হাসান আজিজুল হক আরো বলেন, আজ আমরা মানুষের দামে অপরিণত মানুষে পরিণত হয়েছি। বাংলাদেশের সম্পদ যাচ্ছে অল্প সংখ্যক মানুষের কাছে। মৌলবাদের আক্রম প্রতিটি জনজীবনে। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে তাদের কথা শোনা যায় না। যারা যুদ্ধ করেনি তাদেরই লম্প-ঝম্প বেশি শোনা যায়।

হাসান আজিজুল আরো বলেন, রুশ বিপ্লবের মুল শক্তি ছিল জমি, শান্তি খাদ্য। সেই রুশ বিপ্লবের মাধ্যমে তখন সমাজের সকল গ্লানি, উৎপিড়ন, শোষণ নিরাময় হয়েছিল।  তিনি বলেন, বিপ্লবের অনেক শর্ত আছে তা পূরণ করতে না পারলে বিপ্লব হবে না। যারা সেমিনারে বক্তব্য শুনছেন তাদের বেছে নিতে হবে তারা কি শিখবেন, নাকি বাস্তবায়ন করবেন। বিপ্লব করতে হলে সুক্ষ্ম পরিকল্পনা প্রণয়ন করা দরকার। তা না হলে বিপ্লব হবে না। সেমিনারে আরো বক্তব্য রাখেন, কথা সাহিত্যিক ডাঃ জাকির তালুকদার, জেলা রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক প্রবীণ সাংবাদিক রেজাউল করিম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আমিরুল ইসলাম কনক, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক হারুনার রশীদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, সাম্যবাদি দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিরেন সাহা, বাসদের জেলা সমন্বয়ক দেবাশীষ রায় প্রমুখ। সেমিনার শেষে কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী নভেম্বর ঢাকায় ৫০ হাজার মানুষের সমন্বয়ে লালপতাকা সমাবেশ করা হবে। আর আগামী ২২ অক্টোবর ১০ হাজার মানুষকে নিয়ে নাটোরে লালপতাকা সমাবেশ করবে রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget