প্রান্তজন রিপোর্ট: দেশের
দ্বিতীয় বৃহৎ
চামড়ার মোকাম
নাটোর বাজারে
কোন প্রাণ
চাঞ্চল্য নাই।
অন্যান্য বছরের
মত ঈদুল
আজহার পর
এবার নাটোর
মোকামে চামড়ার
আমদানি কম
হচ্ছে। প্রতিবছর
কুরবানী ঈদ
মৌসুমে নাটোর
শহরের চকবৈদ্যনাথ
এলাকায় গড়ে
ওঠা দেশের
দি¦তীয়
বৃহৎ চামড়ার
বাজারে কয়েক
লাখ চামড়ার
আমদানি হয়।
কিন্তু এবার
ঈদের পর
প্রায় ১৫
দিন পেড়িয়ে
গেলেও নাটোর
মোকামে আশানুরুপ
চামড়ার আসেনি।
অজ্ঞাত কারণে
এবার বগুড়া
সহ উত্তর
ও কুষ্টিয়া
সহ দক্ষিণাঞ্চলের
চামড়া নাটোর
মোকামে আসেনি।
এছাড়া এই
মোকাম থেকে
চামড়া কেনার
জন্য ঢাকার
ট্যানরি মালিক
বা তাদের
প্রতিনিধির তেমন আগমন ঘটেনি। ফলে
চামড়া নিয়ে
প্রায় অলস
সময় কাটাচ্ছেন
নাটোর মোকামের
আড়তদার সহ
ছোড়-বড় প্রায়
আড়াই শতাধিক
ব্যবসায়ী। তবে দু’একজন ট্যানারি
মালিক বা
প্রতিনিধি গরুর চামড়া কেনা
শুরু করলেও
খাসি বা
বকরীর চামড়ার
ক্রেতা নাই।
ফলে খাসির
চামড়ার দামও
পাচ্ছেন না
স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের
ধারণা বকেয়া
না পাওয়ায়
অনেক ক্ষুদ্র
ও মৌসুমী
ব্যবসায়ীরা এবার নাটোর মোকামে চামড়া
আনছেন না।
এছাড়া দেশের
অন্যন্য অঞ্চলের
ব্যবসায়ীরাও একই কারণে এবং নগদ
দাম পাওয়ায়
পথেই এবার
চামড়া বিক্রি
করে দিচ্ছেন।
বিশেষ করে
উত্তরের বগুড়াসহ
দক্ষিণের ২/১ টি এলাকায় নগদ
টাকায় এবার
চামড়া বেচা
কেনা হচ্ছে
বলে জানান
কয়েকজন ক্ষুদ্র
ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ীদের শংকা অন্যান্য
বছরের চেয়ে
এবার নাটোর
মোকামে ৪০
শতাংশ চামড়া
আমদানি কম
হবে।
এদিকে নাটোর মোকামে
যে পরিমান
পশুর চামড়া
আমদানি হয়েছে
তার মধ্যে
গরুর
চামড়া বেচা কেনা হচ্ছে বেশী।
ক্রেতার আগমন
কম হলেও হাতে গোনা যে
ক’জন
ট্যানারি মালিক
বা তাদের
প্রতিনিধি নাটোর মোকামে এসে গরুর
চামড়া কিনছেন।
ক্রেতা না
তাকায় খাসি
বা বকরীর
চামড়া বেচাকেনায়
টান পড়েছে।
যদিও কিছু
বেচা কেনা
হচ্ছে সেগুলোর
দামও কম
মিলছে। ব্যবসায়ী
বেলাল হোসেন
জানান, সপ্তাহ
আগে তিনি
যে খাসির
চামড়া
২২০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন।
ক্রেতা না
থাকায় সেই
চামড়া এখন
১৭০ থেকে
১৯০ টাকায়
বিক্রি বিক্রি
করতে হচ্ছে।
ব্যবসায়ী নুরু ইসলাম
নুরু জানান,
তিনি দীর্ঘদিন
পর এবার
নতুন করে
আড়তদারী শুরু
করেছেন। অন্যান্য
মৌসুমের চেয়ে
এবার নাটোর
মোকামে পশুর
চামড়া আমদানি
কম। ঢাকার
ট্যানারি মালিক
সহ বিভিন্ন
কোম্পানীর হাতে গোনা কয়েকজন প্রতিনিধি
চামড়া কেনা
শুরু করলেও
আশানুরুপ নয়।
আগামী সপ্তাহ
থেকে বেচা
কেনা বাড়বে
বলে আশা
করা হচ্ছে। তবে পূর্বের বকেয়া
না পাওয়ায়
স্থানীয় ব্যবসায়ী
সহ প্রান্তিক
বা ক্ষুদ্র
ও মৌসুমী
ব্যবসায়ীদের একটা অংশ এবার চামড়া
কিনেননি। যা
কিনেছেন তার
নগদ টাকায়
বিভিন্ন হাটে
বিক্রি করছেন।
এসব চামড়া
এবার বগুড়া
বাজারে চলে
যাচ্ছে। এতে
মৌসুমী ব্যবসায়ীদের
একদিকে যেমন
পরিবহন খরচ
বেঁচে যাচ্ছে
,অন্যদিকে তারা নগদ টাকা পাচ্ছে।
বৃহস্পতিবার নাটোর মোকামে
এসেছেন সালমা
লেদার কর্পোরেশনের
স্বত্বাধিকারী হাজি মোহম্মদ আবুল
বাসার। তিনি
জানান, শনিবার
তিনি কয়েক
হাজার পিস
গরু চামড়া
কিনেছেন। সর্বো”্চ ১৬শ
টাকায় কিনেছেন
বেশ কিচু
পিস চামড়া।
অন্যান্য বারের
তুলনায় এবার
চামড়ার দাম
কম হলেও
সরকারের বেধে
দেওয়া দরে
চেয়ে বেশী
দামেই কিনতে
হচ্ছে। তারা
গরুর চামড়া
ছাড়া অন্য
পশুর চামড়া
কিনছেন না।
রহমান লেদার
মালিক আব্দুর
রহমান জানান,
তিনি গত
সপ্তাহ থেকে
নাটোর মোকামে
চামড়া কেনা
শুরু করেছেন।
ভাল গরুর
চামড়া কিনছেন
সব্বোচ ১৮শ
টাকায়।
ভলুয়া ট্যানারির প্রতিনিধি আনোয়ার হোসেন
জানান, তারা
নাটোর থেকে
৩০ হাজার
পিস গরুর
চামড়া কিনবেন।
ইতিমধ্যে কয়েক
হাজার পিস
চামড়া কেনা
হয়েছে। চামড়ার
আমদানি কম,
তাই কেনা
বেচা এখনও
জমেনি। আমা
করা হচ্ছে,
আগামী বৃহস্পতিবার
থেকে এই
মোকামে চামড়ার
আমদানি বাড়বে।
নাটোর জেলা চামড়া
ব্যবসায়ী সমিতির
সাধারণ সম্পাদক
আকরামুল হোসেন
আক্কু নাটোর
মোকামে চামড়া
আমদানি কম
হওয়ার শংকা
প্রকাশ করে
জানান, স্থানীয়
আড়তদার ও
চামড়া ব্যবসায়ীরা
ট্যানারি মালিকদের
কাছে থেকে
সময়মত বকেয়া
না পাওয়ায়
অন্যান্য এলাকা
চামড়া ক্রেতা
বা
ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা টাকাও দিতে
পারেননি তারা।
ফলে তাদের
মধ্যে কেউ
কেউ
এবার ঈদুল আযহায় চামড়া কিনেননি।
আর যারা
নিজেদের পুঁজি
খাটিয়ে কিনেছেন
তারা যেখানে
নগদ পাচ্ছেন
সেখানে
বিক্রি করছেন। এবার বগুড়া সহ
উত্তরাঞ্চলের বশে কিছু জায়গায় নগদ
টাকায় চামড়া
কেনা বেচা
হচ্ছে। এছাড়া
আকিজ গ্রুপ
এন্ড কোম্পাণী
উত্তরাঞ্চল থেকে নগদ টাকায় চামড়া
কিনেছে বা
কিনছে। ফলে
ওই অঞ্চলের
চামড়া এবার
নাটোরে আসছে
না। এবার
কোরবানী ঈদের
আগে ট্যানারি
মালিকদের অনেকেই
ব্যবসায়ীদের পাওনা পরিশোধ করেননি।
অনেকে বকেয়া দিলেও
সময়মত দেননি।
ফলে স্থানীয়
ব্যবসায়ীরাও পাওনাদারদের বকেয়া পরিশোধ করতে
পারেননি। ফলে এসব ব্যবসায়ীদের
অনেকেই এবার
মুখ ফিরিয়ে
নিয়েছেন নাটোর
মোকাম থেকে।
এসব কারনে
এবার নাটোর
মোকামে অন্যান্য
মৌসুমের চেয়ে
প্রায় ৪০
শতাংশ চামড়া
আমদানি কম
হবে এবার
আমদানি কম
হওয়ায় বেচা
কেনাও হচ্ছে
কম। তবে
আগামী ২/৩ দিনের
মধ্যে আমদানি
বৃদ্ধি সহ
বেচা কেনা
বাড়বে বলে
আশংকা করছেন
তিনি।

Post a Comment