প্রান্তজন রিপোর্ট: নাটোরের
গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনের
নির্মাণ কাজের
উদ্বোধন করা
হয়েছে। সোমবার
বেলা সাড়ে
এগারটার দিকে
উপজেলার নব-নির্মিত এ
কমপ্লেক্্র ভবনের উদ্বোধন করেন নাটোর
জেলা আওয়ামীলীগ
সভাপতি নাটোর-৪ আসনের
সংসদ সদস্য
মুক্তিযুদ্ধ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
উদ্বোধন শেষে উপজেলা
পরিষদ স্মৃতিসৌধ
চত্বরে স্থানীয়
মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার
হোসেনের মাস্টারের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য
রাখেন স্থানীয়
সংসদ সদস্য
অধ্যাপক আব্দুল
কুদ্দুস। এসময়
প্রধান অতিথি
বলেন, বর্তমান
সরকার মুক্তিযোদ্ধাদের
আবাসনের ব্যবস্থার
করেছে। মুক্তিযোদ্ধার
ভাতাসহ অন্যান্য
সুবিধাও বৃদ্ধি
করছে।
তিনি আরো বলেন,
সন্ত্রাস ও
জঙ্গিবাদ দূরীকরণে
বর্তমান সরকার
কঠোর অবস্থানে
রয়েছে। দেশের
শ্রেষ্ঠ সন্তান
বীর মুক্তিযোদ্ধারা
দেশের জন্য
যে অবদান
রেখেছে তা
অনস্বীকার্য। তাদের জন্যই আজকে আমরা
স্বাধীন দেশ
পেয়েছি। অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল আজিজ, পৌর
মেয়র শাহনেওয়াজ
আলী মোল্লা,
সহকারী কমিশনার
(ভূমি) গণপতি
রায়, উপজেলা
ভাইস চেয়ারম্যান
আলাল শেখ,
শাহিদা আক্তার
মিতা, অফিসার
ইনচার্জ দিলিপ
কুমার দাস,
মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট
তোফাজ্জল হোসেন
প্রমুখ।
এলজিউডির উপজেলা প্রকৌশলী
রতন কুমার
ফৌজদার বলেন,
বাসস্ট্যান্ড চত্বরে ১০ শতাংশ জায়গার
ওপর এলজিইডি’র তত্ত্বাবধানে
২ কোটি
২০ লাখ
৭৫ হাজার
৪শ’ ৮৬
টাকা ব্যয়ে
পাঁচতলা ফাউন্ডেশনের
তিন তলা
বিশিষ্ট এ
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সভবনটি নির্মিত হবে। পাবনার
হেমায়েতপুরের জিন্নাত আলী জিন্নাহ নামক
ঠিকাদারী প্রতিষ্ঠান
কাজটি ৩০জুন
২০১৮ খ্রি.
তারিখের মধ্যে
শেষ হবে
বলে তিনি
জানান।

Post a Comment