Halloween Costume ideas 2015

দোকানি ছাড়াই চলবে দোকান ! সিংড়ায় দুদকের সততা স্টোরের উদ্বোধন

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোর নামে একটি ব্যতিক্রম দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দোকানে কোন দোকানী থাকবে না। নজরদারির জন্য কোন সিসি ক্যামেরাও বসানো নেই। শুধু পণ্যের গায়ে দাম লেখা রয়েছে। সেই দাম অনুযায়ী খাতা-কলম বা অন্য কোন শিক্ষা সামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে রাখতে হবে টাকা। এভাবে কোনো দরদাম ছাড়াই শিক্ষার্থীরা কেনা কাটা করতে পারবেন সততা স্টোর থেকে। এই দোকান থেকে শিক্ষার্থীরা যেমন সহজে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, তেমনি রাখতে পারবে সততার স্বাক্ষর। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এই সততা স্টোরের উদ্বোধন করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষিকা বিলকিস আক্তার বানু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, কমিটির সদস্য সাংবাদিক রাজু আহমেদ, আমজাদ হোসেন, শিল্পী তাইফুর রহমান তাইফ প্রমুখ।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget