বাগাতিপাড়া প্রতিনিধি: টেকসই
নারী উন্নয়নের
লক্ষে দেশব্যাপী
চলমান ভ্রাম্যমান
আইসিটি প্রশিক্ষণের
স্মার্ট বাস
এখন নাটোরের
বাগাতিপাড়ায়। উপজেলার তমালতলা আদর্শ বালিকা
উচ্চ বিদ্যালয়ের
৪৬ জন
ছাত্রীকে দিল
তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি
সম্পর্কে ধারনা।
শনিবার দুপুরে
আইসিটি অধিদপ্তরের
সহকারী প্রোগ্রামার
নুরুজ্জামান দেওয়ান ও মাহবুবুর রহমান
ছাত্রীদের প্রশিক্ষণ দেন। শীতাতপ নিয়ন্ত্রিণ
এ স্মার্ট
বাসের ভেতরেই
এ প্রশিক্ষণ
পেয়ে উচ্ছসিত
ছাত্রীরা। ছাত্রী তানিশা জানায়, আইসিটি
সম্পর্কে ধারনার
পাশাপাশি নারীদের
স্বাবলম্বী হওয়ার বিষয়ে অনুপ্রাণিত হয়েছে
সে। রবি
ও হুওয়াই
দুটি কোম্পানী
তাদের সহযোগীতা
প্রদান করছে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ
বিতরন করা
হয়। এসময়
সেখানে প্রধান
শিক্ষক খন্দকার
মোখলেছুর রহমান
উপস্থিত ছিলেন।

Post a Comment