Halloween Costume ideas 2015

বাগাতিপাড়ায় ভেঙ্গে পড়েছে কার্লভার্ট! ৮ দিনেও মেরামত হয়নি



প্রান্তজন রিপোর্ট: নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাটগোবিন্দপুর এলাকায় গ্রামীণ রাস্তার ভেঙ্গে পড়া কার্লভার্টটি দিনেও মেরামত করা হয়নি। ফলে ওই রাস্তায় চলাচলকারী কয়েকটি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে ভেঙ্গেপড়া কার্লভার্টটির দায় নিতে রাজি হচ্ছে না ইউনিয়ন পরিষদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর। কাদের তত্বাবধানে কার্লভার্টটি নির্মাণ করা হয়েছে তাও জানাতে পারেনি কোন দপ্তর।
এলাকাবাসী জানায়,বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর এলাকার জয়বাংলা মোড় থেকে মধ্যপাড়া গ্রামীন রাস্তায় প্রায় নয় মাস পূর্বে ওই কার্লভার্ট নির্মাণ করা হয়। নির্মানের মাসের মধ্যে গত ডিসেম্বর মাটি ভর্তি এক ট্রাক্টর পারাপারের সময় ভেঙ্গে পড়ে। দিন অতিবাহিত হলেও কোন দফতর থেকে ব্রীজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যানবাহন সহ পথচারীদের চলাচল বিঘিœ হচ্ছে। দূর্ঘটনা এড়াতে স্থানীয়রা ভেঙ্গে পড়া অংশে কলাগাছ দিয়ে সতর্ক করেছে।
দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সচিব অনুপ চক্রবর্তী জানান, কার্লভার্টটি ভেঙ্গে পড়ার একদিন পর তিনি জানতে পেরেছেন। কারা কার্লভার্টটি নির্মান করেছে তা তিনি জানেন না। শুনেছেন কার্লভার্টটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৪-১৫ অর্থ বছরে কর্মসৃজন প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।
ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সম্পর্কে পরে জানাবেন বলে ফোন কেটে দেন।

এলজিইডি দফতরের উপসহকারী প্রকৌশলী আলম মিয়া জানান, প্রকৌশলী কামরুজ্জামান প্রশিক্ষণে রয়েছেন। তবে ওই রাস্তাটি তাদের দফতরের নয়। প্রকল্প অফিস করতে পারে বলে তিনি জানান।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget